ম্যানচেস্টার, ৮ অক্টোবর: পুজোর মরসুমে অ্যাপ ভিত্তিক ক্যাব বুকিং কোম্পানিতে অতিরিক্ত চার্জ দিতে গিয়ে পকেটে ফাঁকা হওয়ার জোগাড় বাঙালির। মাত্র সামান্য দূরত্ব যেতেও পুজো মরসুমে ওলা, উবেরে দিতে হচ্ছে অনেক টাকার ভাড়া। কিন্তু ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারে উবেরের ভাড়ার খেল যা দেখালো তা সবাইকে তাজ্জব বানিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। অলিভার কাপলান নামের ২২ বছরের এক যাত্রী গ্রেটার ম্যানচেস্টারের হাইউে থেকে অ্যাস্টন আন্ডার লেন যাবেন বলে উবের বুক করেছিলেন। তিনি তখন মদ্যপ। গন্তব্য পৌঁছতে হলে উবেরকে যেতে হত ঠিক ৬.৪ কিলোমিটার। দেখা যায় উবের সেই যাত্রীর থেকে ৩৫ হাজার ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৩২ লক্ষ টাকা) ভাড়া হিসেবে তার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে। অথচ উবের বুক করার সময় দেখিয়েছিল ভাড়া ১০ ইউরো।
অলিভার জানায়, যেহেতু সে মদ্যপ ছিল তাই খেয়াল করেনি যাত্রা শেষে উবের তার অ্যাকাউন্ট থেকে ঠিক কত টাকা কেটে নিয়েছে। হ্যাংওভার কাটলে পরদিন সকালে সে যখন দেখে উবের ৩৫ লক্ষ টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে, সে তাজ্জব বনে যায়। এরপর সে উবের-এর কাস্টমার কেয়ারে ফোন করে অভিযোগ জানায়। ভুল হয়েছে বুঝতে পেরে ১০.৭৩ ইউরো ভাড়া হিসেবে বাকি টাকা তার অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হয়। যান্ত্রিক কারণেই এই ভুল হয়েছে বলে উবের জানায়।
দেখুন টুইট
Man charged Rs 32 lakh for 15-minute Uber trip after drunken night #news #dailyhunt https://t.co/BJaulJdRoy
— Dailyhunt (@DailyhuntApp) October 8, 2022
কিন্তু এত টাকা কী করে চার্জ হল? উবের জানিয়েছে, যে জায়গাতে যাবে বলে অলিভার ক্যাব বুক করেছিল, সেই জায়গার সঙ্গে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে এক জায়গার নামের পুরোপুরি মিল আছে। ইংল্যান্ডের ওই অংশ থেকে অস্ট্রেলিয়ার সেইখানে যেতে ভারতীয় মুদ্রায় ৩৫ লক্ষ টাকার মতই বিল হওয়ার কথা। যদিও এটা সম্পূর্ণই টেকনিক্যাল সমস্যা। এমন ভুলের সম্ভাবনা ১ লক্ষ সফরে একজনেরও কম হওয়ার সম্ভবনা থাকে।