Madhya Pradesh (Photo Credit: Screen Shot)

ভোপাল, ২৬ সেপ্টেম্বর:  বাড়ি থেকে স্কুলে (School) আসার পর থেকেই সন্দেহ দানা বাধতে শুরু করে উমা রজক নামে এক ছাত্রীর। দশম শ্রেণির ছাত্রী উমা স্কুলে আসার পর শিক্ষকের কাছে যায়। সেখানেই উমা জানায়, তার স্কুলের ব্যাগের মধ্যে কিছু রয়েছে। কিন্তু কী রয়েছে বুঝতে না পারায়, উমা ব্যাগ খুলতে ভয় পায়। ছাত্রীর কাছ থেকে এমন কথা শোনার পর স্কুলের বেশ কয়েকজন শিক্ষক উমার ব্যাগ খুলে দেখে।

আরও পড়ুন:  India Blocks 45 Videos From YouTube: 'অগ্নিপথ' প্রকল্পের বিরুদ্ধে মিথ্য ছড়ানোর অভিযোগ, ইউটিউব থেকে 'ব্লক' ৪৫ ভিডিয়ো

ব্যাগ থেকে বেশ কয়েকটি বই, খাতা বের করার পর সেখান থেকে একটি সাপ বেরিয়ে পড়়ে। উমার ব্যাগ থেকে যে সাপটি বের হয়, সেটি  কোবরা বলে জানান শিক্ষকরা। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পরপরই তা ভাইরাল হয়ে যায়। দেখুন সেই ভিডিয়ো...

 

মধ্যপ্রদেশের বিজেপি নেতা করণ বশিষ্ট নিজের সোশ্য়াল হ্যান্ডেলে সেই ভিডিয়ো শেয়ার করতেই চমকে ওঠেন নেটিজেনরা।