Hurricane IAN (Photo Credit: Twitter)

ফ্লোরিডা, ৩ অক্টোবর:  ফ্লোরিডায়  (Florida) আছড়ে পড়েছে শক্তিশালী হ্যারিকেন (Hurricane)।  ফ্লোরিডায় হ্যারিকেল ইয়ান আছড়ে পড়ার পরই গোটা এলাকা বিধ্বস্ত। শক্তিশালী হ্যারিকেনের প্রভাবে ফ্লোরিডার বিস্তীর্ণ এলাকার মানুষের জীবনে  বিপর্যয় নেমে আসতে শুরু করে।

তবে ইয়ানের দাপট কিছুটা কমতে গোটা এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিপোর্ট করতে যান জনপ্রিয় সাংবাদিক কায়লা গেলার।  কায়লা যখন গ্রাউন্ড জিরো থেকে রিপোর্টিং করতে যান, সেই সময় তিনি নিজের মাইউক কন্ডোম (Condom) দিয়ে ঢেকে নেন।  কায়লার ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। কায়লা জানান,  হ্যারিকেন বিধ্বস্ত এলাকায় রিপোর্টিং করতে গিয়ে তাঁর মাইক যাতে ভিজে না যায়, তার জন্যই তিনি কন্ডোম জড়ান।

প্রসঙ্গত, ঝড়, বৃষ্টিতে রিপোর্টিং করতে গিয়ে মাইক যাতে ভিজে না যায়, তার জন্য বহু রিপোর্টার নিজেদের মাইকে কন্ডোম জড়িয়ে নেন।

 

 

View this post on Instagram