প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে প্রাথমিক স্কুলে অঙ্ক পরীক্ষা নেওয়া হয়েছিল ২০০ নম্বরে। সেখানে ছাত্রী পেল ২১২ নম্বর! এমনই অবাক করা ঘটনা ঘটেছে গুজরাটের দাহুদ জেলার এক স্কুলে। নরেন্দ্র মোদীর রাজ্যে সরকারী স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়া ভানিশিবেন মনিশভাই নামের ছাত্রী অঙ্কে কী করে ২০০-র মধ্যে ২১২ পেল তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তে দেখা যায়, অঙ্কের নম্বর দেওয়ার সময় যোগ করতে ভুল করেন যিনি খাতা দেখেছেন। পরে দেখা যায় সেই ছাত্রী ২০০-তে ১৯০ পেয়েছে। সব মিলিয়ে সে হাজারের মধ্যে পায় ৯৩৪।
দেখুন ভিডিয়ো
মোদীর রাজ্যের স্কুলের অঙ্কের পরীক্ষায় এই নম্বর বিভ্রাটের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জেলার শিক্ষা আধিকারিকরা এই ঘটনার পর নড়চড়ে বসেছেন। কারা এর পিছনে দায়ি তা খোঁজা হচ্ছে বলে জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেই ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।