Ban Cigarettes in New Zealand Photo Credit: pixabay

ধুমপানের পর সিগারেটের শেষাংশটা (Cigarette Butts) সবাই যেখানে সেখানে ফেলে দেন। কিন্তু সেগুলি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা নিয়েই সাধারণ মানুষকে সচেতন করতে আন্দ্রেস নোয়ে নামের এক পর্তুগীজ পরিবেশবিদ এক কাণ্ড ঘটালেন। তিনি পর্তুগালের রাজধানী লিসবনের এক ব্যস্ততম জায়গায় একসঙ্গে সাড়ে ৬ লক্ষেরও বেশী সিগারেটের শেষাংশ জড়ো করে রাখলেন। পুরো সিগারেটের শেষাংশের স্তুপ হয়ে গেল জায়গাটা।

তারপর তিনি বললেন, এটা এতটাই ক্ষতিকর, এই যে তিনি মাস্ক পরে বসে আছেন সিগারেটের স্তুপের ওপর, তার কারণে তার চোখ জ্বলছে, মাথা ঘুরছে। সেগুলি আসলে মারাত্মক টক্সিক জিনিস।  নোয়ে বললেন, "কী আশ্চর্য লাগে, সিগারেটের শেষাংশ বা বাট বেশ ক্ষতিকারক, পরিবেশের পক্ষে বিপজ্জনক জিনিস। অথচ দুনিয়ার বেশীরভাগ মানুষই এসব জানে না। তাই সবাইকে জানাতে এই কাজটা করলাম। সাড়ে ৬ লক্ষ সিগারেটের টুকরো জোগাড় করতে খুব বেশী কসরত করতে হয়নি। কারণ মানুষ এখন আগের চেয়ে বেশী ধুমপান করছে।"আরও পড়ুন-Malaria: মশা মারতে কামান দেগেই সাফল্য! পাঁচ বছর ধরে ম্যালেরিয়ায় মৃত্যুহীন কাম্বোডিয়া

দেখুন ভিডিয়ো

তাই এগুলো সঠিকভাবে নষ্ট করলে পরিবেশের ক্ষতি। সিগারেচের শেষাংশ ঠিকমত না ফেল সবার বড় ক্ষতি অপেক্ষা করে আছে, সে কথা বোঝান তিনি।