কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জোড়াসাঁকোর বাড়িতে কবির জন্ম ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ, ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী দিনটি ৭মে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দম্পতির চতুর্দশ সন্তান। শৈশব থেকেই তিনি ঠাকুর পরিবারের উচ্চতর সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধের পারিবারিক পরিবেশে বেড়ে ওঠেন। সেই সময়ের বহু জ্ঞানী, গুণী, খ্যাতিমান মানুষের সাহচর্য লাভ করেন। এসবই ছিল তাঁর মানস গঠনের সহায়ক। পরে জমিদারির কাজ পরিচালনার জন্য পূর্ব বাংলার পল্লী এলাকায়  ভ্রমণ, প্রান্তিক মানুষের সঙ্গে জীবনযাত্রার নিবিড় পর্যবেক্ষণ ও নৌকায় নদীপথের দীর্ঘ যাত্রা প্রকৃতি সম্পর্কে তাঁর চিত্তে গভীর ও সুদূরপ্রসারী প্রভাব সঞ্চার করে। এই অঞ্চলের মানুষ, প্রকৃতি, পরিবেশ, জীবনদর্শনসহ বিভিন্ন অনুষঙ্গ পরবর্তীকালে তাঁর রচনায় বহুমাত্রিক ব্যঞ্জনায় উদ্ভাসিত হয়েছে।

দিন পেরোলেও গোটা দেশ ও দুই বাংলা জুড়ে চলছে রবীন্দ্র জয়ন্তীর রেশ, তারই মাঝে রইল তারই কবিতার পংক্তিতে তাঁকে শুভেচ্ছা জানানো।

Rabindra Nath Tagore Birth Anniversary Wishes
Rabindra Nath Tagore Birth Anniversary Wishes
Rabindra Nath Tagore Birth Anniversary Wishes
Rabindra Nath Tagore Birth Anniversary Wishes