আজ বাইশে শ্রাবণ। ৮২ বছর আগের এমনই এক বর্ষার দিনে মহাশূন্যে বিলীন হয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বর্ষণ মুখরিত রাতে স্তব্ধ হয়েছিল তাঁর দিন রাত্রির কাব্য রচনা। বর্ষাকাল ছিল তাঁর প্রিয় ঋতু। কবিতা, গান, উপন্যাস- শিল্পের যে যে বিভাগে তাঁর অনিবার্য বিচরণ ছিল, প্রায় সব জায়গাতেই এ কথা স্পষ্টভাবে বলে যেতে চেয়েছেন তিনি। আসলে যেন জীবনের মত বিপুল এক বর্ষাকেই ধরে রাখতে চেয়েছিলেন তাঁর কলমে, শেষ দিনটি পর্যন্ত। ১৩৪৮ সালের ২২শে শ্রাবন এই দিনেই তাঁর প্রিয় ঋতুতে নির্বাপিত হয়েছিল কবির জীবনপ্রদীপ। মৃত্যুর দিন সাতেক আগে মুখে মুখে ডিক্টেশন দেওয়ার মাধ্যমে তৈরি হয়েছিল তাঁর শেষ লেখা- 'তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি

বিচিত্র ছলনাজালে,

হে ছলনাময়ী...'

আজকের দিনে রইল তাঁর কিছু বিশেষ উদ্ধৃতি দিয়ে সাজানো শুভেচ্ছা বার্তা-