প্রতি বছর ২৬ জুন সারা বিশ্বে পালন করা হয় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। এই দিবসটি পালন করার উদ্দেশ্য হল মাদকাসক্তির বিপদ সম্পর্কে মানুষকে জানানো। এছাড়াও অবৈধ মাদক ব্যবসার ঝুঁকি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। মদ, মাদকদ্রব্য, গাঁজা, হেরোইনের মতো অনেক ধরনের নেশা সেবন করছে মানুষ। এই নেশা কিছু সময়ের জন্য ভালো অনুভব করতে সাহায্য করলেও, এই নেশার আসক্তির কারণে মানুষকে হতে হয় বিভিন্ন সমস্যার শিকার। কম বয়সী ছেলে মেয়ে থেকে বয়স্ক সকলের মধ্যে দেখতে পাওয়া যায় এই নেশার আসক্তি। এছাড়া প্রতিদিনই প্রকাশ্যে আসছে মাদকের অবৈধ চোরাকারবারির ঘটনা।

১৯৮৭ সালে, ৭ সেপ্টেম্বর, জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক পাস হয় একটি প্রস্তাব, যাতে বলা হয় অবৈধ মাদকের ব্যবহার ও অবৈধ পাচার বন্ধে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালনের কথা। ১৯৮৯ সালে প্রথমবার পালন করা হয় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস এবং তারপর থেকে প্রতি বছর পালন করা হয় এই দিনটি। প্রতি বছর একটি থিমের মাধ্যমে পালন করা হয় এই দিনটিতে। ২০২৪ সালে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবসের থিম হল "প্রমাণ স্পষ্ট: প্রতিরোধে বিনিয়োগ করুন"।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার জন্য পালন করা হয় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। মাদকাসক্তি থেকে মানুষকে বিরত রাখার জন্য পালন করা শুরু হয় এই দিনটি। আসক্তি খুবই খারাপ, এই আসক্তির কারণে স্বাস্থ্য নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক সংকটের শিকারও করে তুলতে পারে। এর ফলে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং ধ্বংস হয়ে যায় পেশাদার জীবনও। কিছুক্ষণের মনের শান্তির জন্য বিভিন্ন ঝুঁকির মুখে পড়তে হয়।