কলকাতা : ক্যান্সার কোষের দ্রুত বৃদ্ধির জন্য দায়ী ইনসুলিন (Insulin) হরমোন। নতুন গবেষণা থেকে জানা গিয়েছে, ক্যান্সার রোগীদের শরীরের কোষ ইনসুলিনে স্বাভাবিক ভাবে সাড়া দিতে ব্যর্থ হয়, ফলে একজন সুস্থ্য মানুষের শরীরে ইনসুলিন যেভাবে প্রভাব ফেলতে পারে ক্যান্সার (Cancer) আক্রান্তদের শরীরে প্রভাব ফেলতে আরও অনেক বেশি ইনসুলিনের প্রয়োজন হয়।

১৯২০ সালে ক্যান্সার রোগীদের নিয়ে গবেষণার সময় আক্রান্তদের প্রসাবে মিষ্টি গন্ধ পাওয়া যায়, যা দেখে গবেষকরা প্রথমে চমকে গেলেও পরে তাঁরা বুঝতে পারেন রক্তে শর্করা বৃদ্ধির কারণে এই মিষ্টি গন্ধ। অ্যাসোসিয়েট প্রফেসর লাইকে সিলো বলেছেন, ক্যান্সার রোগীদের সম্পর্কে আমরা প্রথম যে জিনিসগুলি জানতে পেরেছি তার মধ্যে এটি ছিল একটি।

ইনসুলিন কী?

ইনসুলিন আমাদের শরীরে উৎপন্ন একটি হরমোন যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আমরা যে খাবার খাই তা থেকে গ্লুকোজ পাওয়া যায়। তবে খাবার থেকে যখন পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ পাওয়া যায় না, তখন লিভার আমাদের শরীরের প্রয়োজনীয় গ্লুকোজ তৈরিতে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে, অগ্ন্যাশয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হরমোন ইনসুলিন শরীরে নিঃসরণ করে এবং মাত্রা ঠিক রাখে।

ক্যান্সার রোগীদের শরীরে হরমোন ইনসুলিন ভালভাবে প্রভাব ফেলতে বাধা পায়। একজন সুস্থ্য মানুষের শরীরে যে পরিমান ইনসুলিন হরমোন প্রয়োজন হয় একজন ক্যান্সার রোগীদের ক্ষেত্রে ওই পরিমাণ প্রভাব তৈরি করতে আরও বেশি ইনসুলিন লাগে। আপনি যদি ইনসুলিন প্রতিরোধে ভোগেন, তাহলে আপনার শরীরকে স্বাভাবিকের চেয়ে বেশি ইনসুলিন তৈরি করতে হয়।

গবেষণার রিপোর্ট বলছে, শরীরের ইনসুলিন প্রতিরোধ ক্যান্সার এবং ডায়াবেটিস ২-তে আক্রান্ত রোগীদের জন্য অনেক বড় সমস্যা।