![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/donald-trump-benjamin-netanyahu.jpg?width=380&height=214)
দিল্লি, ১২ ফেব্রুয়ারি: এবার সুর চড়ালেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। ফের হুমকি দিলেন হামাসকে। ইজরায়েলি পণবন্দিদের মুক্ত না করলে, তার ফল হামাসকে (Hamas) ভুগতে হবে বলে স্পষ্ট জানালেন নেতানিয়াহু। আগামী শনিবারের মধ্যে ইজরায়েলি (Israel) পণবন্দিদের মুক্ত করার কথা ছিল হামাসের। তবে শনিবার ইজরায়েলি পণবন্দিদের মুক্ত করবে না হামাস। সম্প্রতি প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর তরফে এভাবেই পালটা বার্তা দেওয়া হয়। হামাসের এই দাবির পর ফের রণমূর্তি নিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। হামাস যদি সঠিক সময়ে অর্থাৎ শনিবারের মধ্যে পণবন্দিদের মুক্ত না করে, তাহলে তার ফল ভুগতে হবে বলে ইজরায়েল জানায়। দু তরফের দোষরোপের জেরে ফের গাজা উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা।
হামাসের কথায়, যুদ্ধবিরতির যে শর্ত তৈরি হয়েছিল দু পক্ষের আলোচনায়, তা মানছে না ইজরায়েল। গাজায় যেমন আশ্রয় শিবির গড়তে দেওয়া হচ্ছে না, তেমনি প্যালেস্তাইনের এই ভূখণ্ডে কোনও ধরনের সাহায্যও ইজরায়েল প্রবেশ করতে দিচ্ছে না। গাজায় সাহায্য বন্ধের অভিযোগে এবার ইজরায়েলকে দোষারোপ করা হয় হামাসের তরফে। আর তার জেরেই নির্দিষ্ট দিনে পণবন্দিদের মুক্ত করবে না বলে জানায় হামাস।
এদিকে পণবন্দিদের মুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সুর চড়ান। জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে সম্প্রতি হোয়াইট হাউসে বৈঠক করেন ট্রাম্প। জর্ডনের রাজার সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইজরায়েলি পণবন্দিদের শনিবারের মধ্যে মুক্ত করতে হবে। তবেহামাসের সদ্দিচ্ছার অভাব রয়েছে। ওরা কঠিন হতে চাইছে পণবন্দিদের মুক্ত করার বিষয়ে। দেখা যাক হামাস কতদূর কী করতে পারে বলে কার্যত হুঁশিয়ারির সুর শোনা যায় ট্রাম্পের গলায়।
এবার ট্রাম্পের সপরে সুর মিলিয়েই হামাসকে পালটা হুঁশিয়ারি দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু।