PAK ODI Tri Nation Series 2025 (Photo Credits: ICC/ X)

Pakistan National Cricket Team vs South Africa National Cricket Team: পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের তৃতীয় ওয়ানডে ম্যাচ আয়োজিত হবে আজকে। আজ, বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের তিন নম্বর ম্যাচে মুখোমুখি হবে মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান ও টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার করাচিতে গ্র্যান্ড ফিনালেতে টম ল্যাথামের নিউজিল্যান্ডের মুখোমুখি হবে এই ম্যাচের বিজয়ী দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্ল্যাক ক্যাপসরা ৭৮ রানে পরাজিত হওয়ায় পাকিস্তান তাদের অভিযানের শুরুটা ভাল করতে পারেনি। সেই ম্যাচে ফখর জামান ৬৯ বলে ৮৪ রান করলেও ৩৩১ রান তাড়া করতে নেমে পাকিস্তান ৪৭.৫ ওভারে ২৫২ রানে অলআউট হয়ে যায়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা চাইবে কিউইদের কাছে ৬ উইকেটে হারের পর ঘুরে দাঁড়াতে। সেখানে ১১টি চার ও ৫টি ছক্কায় ১৫০ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটৎজকে। PAK vs SA, ODI Tri-Nation Series 2025 Dream11 Prediction: আজ পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে কে হবে জয়ী? একনজরে ওয়ানডে ত্রিদেশীয় ম্যাচের Dream11 Prediction

পাকিস্তান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ ২০২৫

পাকিস্তান স্কোয়াডঃ ফখর জামান, বাবর আজম, কামরান গোলাম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ, হারিস রউফ, উসমান খান, মোহাম্মদ হাসনাইন, ফাহিম আশরাফ, সৌদ শাকিল।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটৎজকে, জেসন স্মিথ, কাইল ভেরেইন, উইয়ান মুল্ডার, ইথান বোশ, সেনুরান মুথুসামি, মিহলালি এমপংওয়ানা, জুনিয়র ডালা, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি, হেনরিক ক্লাসেন, টনি ডি জোরজি, কর্বিন বশ, মিকা ইল প্রিন্স, কেশব মহারাজ, কোয়েনা মাফাকা, গিডিওন পিটার্স।

পাকিস্তান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে, ত্রিদেশীয় সিরিজ ২০২৫ ম্যাচ?

১২ ফেব্রুয়ারি করাচির ন্যাশনাল স্টেডিয়ামে (National Stadium, Karachi) আয়োজিত হবে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে, ত্রিদেশীয় সিরিজ ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে, ত্রিদেশীয় সিরিজ ২০২৫ ম্যাচ?

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে, ত্রিদেশীয় সিরিজ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় দুপুর ৩টেয়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে, ত্রিদেশীয় সিরিজ ২০২৫ ম্যাচ?

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে, ত্রিদেশীয় সিরিজ ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network) এবং বাংলাদেশে দেখা যাবে টি স্পোর্টসে (T Sports)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে, ত্রিদেশীয় সিরিজ ২০২৫ ম্যাচ?

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে, ত্রিদেশীয় সিরিজ ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে এবং বাংলাদেশে দেখা যাবে টাপমার (Tapamad) অ্যাপে।