Credits: Pixabay

বিবাহিত জীবন শুরু করার পর এক দম্পতি সুখি বিবাহিত জীবনের সঙ্গে সন্তানের কামনা করে। সন্তান না থাকলে বিবাহিত জীবন অসম্পূর্ণ বলে মনে করা হয়। অনেক মহিলা বিয়ের পর পরই গর্ভবতী হন, আবার অনেকে বিবাহিত জীবন শুরু করার পর সন্তান ধারণ করতে বিলম্ব করেন। যারা সন্তানের কামনা করেন, কিন্তু সন্তান হয় না তাদের জন্য হিন্দু ধর্মে অনেক উপবাসের পরামর্শ দেওয়া হয়েছে। তবে ২০২৪ সালের আগস্ট মাসেই রয়েছে সন্তানের জন্মের সঙ্গে সম্পর্কিত অনেক উপবাস এবং উৎসব। এই উপবাসগুলো পালন করলে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করে। এছাড়া সন্তানদের সুখী ও সমৃদ্ধ জীবনের জন্য এই উপবাসগুলি পালন করা হয়।

হাল ষষ্ঠী ২০২৪: বলরাম জয়ন্তী হিসেবে পালন করা হয় হাল ষষ্ঠী। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় এই উৎসব। ২০২৪ সালে হাল ষষ্ঠী পালন করা হবে ২৫ আগস্ট, শুক্রবার। মায়েরা তাদের সন্তানদের দীর্ঘায়ু কামনা করে পালন করেন হাল ষষ্ঠীর ব্রত। এছাড়া বিবাহিত মহিলারা সন্তান লাভের জন্য পালন করেন এই ব্রত।

জন্মাষ্টমী ২০২৪: শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয় জন্মাষ্টমী উৎসব। দম্পতিরা সন্তান প্রাপ্তির জন্য উপবাস করেন এই দিনে। রীতি অনুযায়ী, এই দিনে লাড্ডু গোপালের পুজো করে দোলাতে হয় তাকে। ২০২৪ সালে ২৬ আগস্ট, শনিবার পালন করা হবে কৃষ্ণ জন্মাষ্টমী।

পুত্রদা একাদশী ২০২৪: শ্রাবণ মাসের শুক্ল একাদশীকে বলা হয় পুত্রদা একাদশী। এই দিনে নারীরা সন্তান লাভের জন্য উপবাস করেন। এছাড়া পুত্রসন্তানের জন্য বা সন্তানের উন্নতির জন্য করা হয় এই উপবাস। ২০২৪ সালে পুত্রদা একাদশী পালন করা হবে ২৭ আগস্ট, রবিবার।