Neem and Turmeric Paste Use in Poila Baisakh (Photo Credits: X)

আজ পয়লা বৈশাখ (Poila Baisakh)। বাংলা নববর্ষের প্রথম দিন। বাঙালির ঘরে ঘরে আজ টাঙানো হবে নতুন ক্যালেন্ডার। ভারতবর্ষ, বাংলাদেশ তো বটেই পাশাপাশি গোটা বিশ্বজুড়ে বাঙালি সম্প্রদায়ের মানুষ সাদরে আমন্ত্রণ জানান বাংলা নববর্ষকে। ১৪৩১ বিদায় নিয়ে ১৪৩২-এর শুভ সূচনা হল আজ।

বৈশাখের প্রথম দিনে নতুন জামা কাপড় পরার রীতি চলে আসছে বহু বছর ধরে। পয়লা বৈশাখ মানেই নতুন জামা আর কবজি ডুবিয়ে ভুরিভোজ। প্রচলিত এই রীতি ছাড়াও নববর্ষের প্রথম দিনে ঐতিহ্য মেনেও কিছু রীতি পালন করা হয়। তার মধ্যে অন্যতম, নিম-হলুদ বাটা মেখে স্নান করা।মনে করা হয়, এটি নববর্ষের সূচনাকে শুভ এবং পবিত্র করে তোলে।

কেন নববর্ষে নিম-হলুদ মাখা হয়?

হলুদ এবং নিম এই দুটিই শুভ এবং পবিত্রতার প্রতীক হিসাবে বিবেচিত হয়। তাই নববর্ষের প্রথম দিনে হলুদ-নিম বাটা মেখে স্নান করলে তা শুভ সূচনা বলে মনে করা হয়। এছাড়াও হলুদ এবং নিমের স্বাস্থ্য উপকারিতা বিপুল। হলুদ অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি। আর নিমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বিশিষ্ট। দুটির ঔষধি গুণাবলীর কথা মাথায় রেখে প্রাচীন সময় থেকেই নববর্ষের দিনে ঘরে ঘরে নিম-হলুদ বাটা মেখে স্নানের রীতি চলে আসছে।