কার্তিক হলেন শিব ও পার্বতীর সন্তান । দেবী দূর্গার আগমনের সময় আমরা কার্তিক পুজো করে থাকি। তবে কার্তিক মাসে আলাদা করে কার্তিক পুজো হয়। কার্তিক হলেন দেবতাদের সেনাপতি এজন্য দক্ষিণ ভারতে তিনি রক্ষা কর্তা হিসেবেও পূজিত হন। তবে রাত পোহালেই কার্তিক পুজো। সকালে সদর দরজা খুলেই যদি দেখেন দুয়ারের সামনে হাতে একটা চিরকুট নিয়ে কার্তিক দেবতা বিদ্যমান হয়ে আছেন। ঘরে আসা কার্তিক দেবতার আগমন আপনাকে চিন্তায় ফেলে দিতেই পারে। তখন কী করবেন ? তাহলে আসুন জেনে নিন কার্তিক পুজোর কিছু অপিহার্য নিয়ম ও উপকরণগুলি।
বাংলায় কার্তিক ঠাকুর পুত্র সন্তান কামনার্থে পূজিত হয়ে থাকেন। তাই কার্তিক ঠাকুরের আসনে পুত্র সন্তানের প্রয়োজনীয় সকল সামগ্রী দেওয়া হয় যেমন- ছেলেদের জামা, খেলনা, ( ঘুড়ি, ব্যাট -বল, বাঁশি, গুলি,), শ্লেট-পেনসিল , বর্ণপরিচয়, তীর- ধনুক এবং ময়ূর পুচ্ছ দিতে হয়। এছাড়া অন্যান্য ফলের সাথে জলপাই হল এই পূজোর অপরিহার্য ফল । এবং অন্যান্য ভোগের সাথে পায়েস হল এক প্রধান উপকরণ। এই পুজোর সময় স্বামী-স্ত্রী পাশাপাশি বসে তাকে আরাধনা করে । তবে বর্তমানে শুধু পুত্র সন্তান নয় , সন্তান কামনার্থে কার্তিক পুজো করা হয়।