ভারতীয় সংস্কৃতির জননী বলে মনে করা হয় মা গায়ত্রীকে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মা গায়ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয় গায়ত্রী জয়ন্তী। হিন্দু ধর্মে, মা গায়ত্রীকে বলা হয় বেদমাতা। মান্যতা রয়েছে মা গায়ত্রীর থেকে জন্ম হয়েছে সমস্ত বেদের। দেবী গায়ত্রী জ্ঞানের ভান্ডার, তাই তাঁকে জ্ঞান-গঙ্গাও বলা হয়।

২০২৪ সালে গায়ত্রী জয়ন্তী পালন করা হবে ১৭ জুন। পঞ্জিকা অনুসারে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে ১৭ জুন সকাল ০৪:৪৩ মিনিটে এবং শেষ হবে ১৮ জুন সকাল ০৬:২৪ মিনিটে। পুজোর শুভ সময় শুরু হবে ১৭ জুন সকাল ০৮:৫৩ মিনিটে এবং শেষ হবে এদিন সকাল ১০:৩৭ মিনিটে।

অথর্ববেদ অনুযায়ী মা গায়ত্রীর সাতটি জিনিসের উল্লেখ আছে। সেগুলো হল- বয়স, জীবন, মানুষ, পশু, খ্যাতি, সম্পদ এবং ব্রহ্মবর্চনা। এদের পুজো করলে জীবনে সব ধরনের সুখ ও সৌভাগ্য লাভ হয়। শাস্ত্র অনুসারে, এই পৃথিবীর প্রতিটি জীবের মধ্যে রয়েছে মা গায়ত্রী। মান্যতা রয়েছে গায়ত্রী জয়ন্তীর দিন জ্ঞানের দেবী গায়ত্রীর পুজো করলে বেদ অধ্যয়নের মতো পুণ্য লাভ হওয়ায় পাশাপাশি পরিবারে একতা, সুখ এবং জ্ঞানের বৃদ্ধি হয়।