Ear Pain: কানের ব্যথাকে অবহেলা করবেন না, ভবিষ্যতে হতে পারে গুরুতর রোগের কারণ...

কানের ব্যথা হলে অবহেলা করা উচিত নয়, ভবিষ্যতে এই কানের ব্যথা হতে পারে গুরুতর রোগের কারণ। কানের ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণত মানুষ আয়ুর্বেদের সাহায্য নেয় বা যেকোনও ব্যথানাশক ওষুধ সেবন করে। এর ফলে কখনও কখনও কানে ব্যথা সেরে যায়, কিন্তু অনেক সময় এই ব্যথা হয়ে ওঠে গুরুতর রোগের কারণ। এক বা ২ দিনের বেশি সময় ধরে যদি কানের ব্যথা হয়, তবে একদমই অবহেলা করা ঠিক নয়। এই ধরনের ব্যথা হলে যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

কানে ব্যথার সমস্যা থাকলে লক্ষ্য রাখতে হবে জল ও শ্যাম্পু যেন একদম কানে না ঢোকে। এই কারণেও কানে ব্যথা শুরু হয় বা বেড়ে যায়। তাই স্নান করার সময় কানে তুলো লাগিয়ে রাখা খুবই উপকারী। অনেক সময় গলা ব্যথার কারণেও কানে ব্যথা হয়। কানে ব্যথা হওয়ার বা সংক্রমণ হওয়ার অনেক কারণ হতে পারে। এই সমস্যা এড়ানোর জন্য সর্দি-কাশি এড়িয়ে চলতে হয়। অনেকেই আছেন যাদের কান দিয়ে পুঁজ বের হয়। এমনকি পুঁজের সঙ্গে অনেক সময় রক্তও বের হতে থাকে। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের নেওয়া উচিত।