Rishi Sunak and his wife Akshata Murthy at Delhi's Akshardham Temple (Photo Credit: ANI)

নয়াদিল্লি: ভারতে চলছে জি২০ শীর্ষ সম্মেলন। রবিবার দ্বিতীয় দিনের অধিবেশন শুরুর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনক (UK Prime Minister Rishi Sunak) প্রবল বৃষ্টির মধ্যেও অক্ষরধাম মন্দিরে প্রার্থনা করতে পৌঁছন। মন্দির ও সেখানকার আশেপাশের অঞ্চল কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঘিরে ফেলা হয়। রবিবার সকালে দিল্লির মন্দিরে যাওয়ার ইচ্ছে ঋষি সুনক অবশ্য আগেই জানিয়েছলেন। ঋষি সুনক নিজেকে "গর্বিত হিন্দু" বলেও অভিহিত করেন। গত শুক্রবার ভারতে আসেন ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা নারায়ণ মূর্তি।

দেখুন টুইট

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং তাঁর স্ত্রী অক্ষতা নারায়ণ মূর্তিকে স্বাগত জানাতে অক্ষরধাম মন্দিরে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়।