সামনেই হরিয়ানাতে বিধানসভা নির্বাচন (Haryana Assembly Election 2024)। আর এই নির্বাচনে বিজেপি হারিয়ে সরকার গড়তে মরিয়া কংগ্রেস। এমনকী ভোট যত সামনে আসছে ততই ভাঙন স্পষ্ট হচ্ছে গেরুয়া শিবিরের অন্দরে। তার ওপর অনেক বিজেপির নেতাকর্মী ইতিমধ্যেই কংগ্রেসে যোগ দিচ্ছে। এরপর বুধবার নির্বাচনী ইস্তেহারে ব্রহ্মাস্ত্র ছাড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। নির্বাচনী ইস্তেহারে রাজ্যবাসীর উদ্দেশ্যে ৭টি প্রতিশ্রুতি দিল কংগ্রেস। এদিন খাড়গে বলেন, হরিয়ানায় কংগ্রেস সরকার গড়লে ৭টি গ্যারেন্টি পূরণ করা হবে। মহিলা, বয়স্ক, যুুবসমাজ সকলের প্রত্যাশা পূরণ করব আমরা।
তিনি বলেন, আমাদের সরকার ক্ষমতায় এলে প্রতিমাসে মহিলাদের ২ হাজার টাকা করে দেওয়া হবে। কেন্দ্র সরকার যে হারে গ্যাসের দাম বৃদ্ধি করছে তাতে আমরা রাজ্যবাসীকে ৫০০ টাকা করে দেবো। সেই সঙ্গে বয়স্ক মানুষদের, শারারিক প্রতিবন্ধীদের, বিধবা মহিলাদের ৬ হাজার করে ভাতা দেওয়া হবে। রাজ্যে একাধিক যুবক যুবতী বেকারত্বের শিকার হচ্ছে। তাঁদের জন্য প্রতি বছর ২ লক্ষ কর্মসংস্থান করার প্রতিশ্রুতি দিচ্ছে কংগ্রেস।
#WATCH | Delhi | Congress President Mallikarjun Kharge says, "We are announcing 7 guarantees that we will fulfil once we form government in Haryana... We have divided our 7 promises into 7 sections. Women will be given Rs 2000 every month. We will give Rs 500 every month for gas… pic.twitter.com/GuJUvlqKqC
— ANI (@ANI) September 18, 2024
একদিকে যেমন কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি দিচ্ছে, তখন অন্যদিকে বেশ কয়েকদিন আগে বিজেপির তরফ থেকেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি দিনকয়েক আগেই গ্যাসের নাম কমানোর আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে মহিলাদের টাকা দেওয়ারও কথা বলেছিলেন তিনি।