নতুন দিল্লি, ৯ এপ্রিল: একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে শেয়ার হল। বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে। ক্লিপটিতে শোনা যাচ্ছে, একজন বলছেন, সবজি বিক্রেতারা করোনাভাইরাস ছড়াচ্ছে। অভিযোগ, তারা নাকি বিক্রির জন্য রাখা ফল সবজিতে থুতু ফেলছে, চাটছে। এমনকী গুজব রটনাকারীরা এই ঘটনাটিতে সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টাও করেন। তবে বৃহস্পতিবার পিআইবি-র (PIB) তরফে জানিয়ে দেওয়া হয় যে ওই অডিও ক্লিপটি আসলে ভুয়ো।
এই প্রসঙ্গে পিআইবি টুইটে জানিয়েছে, “সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটা ভাইরাল অডিও ক্লিপ। যাতে বলা হচ্ছে সবজি বিক্রেতারা ফল ও সবজিতে চেটে ও থুতু ছিটিয়ে কোভিড-১৯ ভাইরাস ছড়াচ্ছে। তবে প্রমাণ পাওয়া গিয়েছে ইচ্ছাকৃতবাবে অডিও ক্লিপটি তৈরি করে এই দুঃসময়ে সাম্প্রদায়িক গোলমাল বাধানোর চেষ্টা হচ্ছে। অডিও ক্লিপের মাধ্যমে একটা শ্রেণি ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সমাজের একটা বিশেষ শ্রেণিক বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে।” আরও পড়ুন- PM Narendra Modi On Donald Trump’s Tweet: ভারত-মার্কিন বন্ধুত্ব আরও দৃঢ় হল, ট্রাম্পের টুইটের জবাব দিলেন প্রধানমন্ত্রী
A viral audio clip is circulating on social media claiming that vegetable sellers are spreading #Covid19 by licking or spitting on vegetables/fruits.
The claim made in the audio clip is false & intended to create disharmony in society.
Read: https://t.co/6os3CuQag9 pic.twitter.com/TtzJnwsByE
— PIB Fact Check (@PIBFactCheck) April 9, 2020
সম্প্রতি একটা পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে খাবার চাটছেন সবজি বিক্রেতা। এই ভিডিও দেখিয়েই বলা হচ্ছে, করোনা ছড়াচ্ছে সবজি বিক্রেতারা। তবে পরে দেখা যায় ভিডিওটি অনেক পুরোনো। এবং চলতি পরিস্থিতির সঙ্গে ভিডিওটির কোনও সম্পর্ক নেই। রোনাভাইরাসের প্রকোপ বাড়তে না বাড়তেই দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ভুয়ো খবর ছড়াচ্ছে। তাই নিয়ে আতঙ্কও ছড়িয়েছে জনমানসে। পাঠকদের পরামর্শ দেওয়া হচ্ছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও টুইটারে যেসব খবর ছড়াচ্ছে তা বিশ্বাস করবেন না। এই মারণ ভাইরাস সংক্রান্ত খবরের লেটেস্ট আপডেট পেতে হলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসরণ করুন। অথবা লেটেস্টলি-র খবর পড়ুন।