ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি(Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৯ এপ্রিল: করোনা মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছে ভারত। দিল্লির এই উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ধন্যবাদ জ্ঞাপন করতে ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন ট্রাম্পের টুইটের জবাব দিলেন নরেন্দ্র মোদি। তিনি লিখলেন, বিপদেই বন্ধু কাছে আসে। ভারত-মার্কিন বন্ধুত্ব আরও বেশি মজবুত হল। “আপনার সঙ্গে পুরোপুরি সহমত প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প। এমন সময়েই বন্ধুত্ব আরও গভীর হয়ে ওঠে। ভারত-মার্কিন বন্ধুত্ব আরও দৃঢ় হল। মানবিকতার স্বার্থে কোভিড-১৯ মোকাবিলায় ভারত সর্বতোভাবে সহায়তা করবে। আমরা একসঙ্গে এই যুদ্ধে জয়ী হব।”

আগেই টুইটবার্তায় নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে মানবতার স্বার্থে সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদি, এই ঘটনা তাঁর অননুকরণীয় নেতৃত্বের প্রমাণ দেয়। দিন কয়েক আগেই ভারতকে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদি দিল্লি মার্কিন যুক্তরাষ্ট্রকে হাইড্রক্সিক্লোরোকুইন না দেয় তাহলে ডোনাল্ড ট্রাম্পও ভারতকে দেখে নেবে। এনিয়ে দেশজুড়ে কম সমালোচনা হয়নি। নরেন্দ্র মোদিকে কটাক্ষও করেছে বিরোধীরা। ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে হয়েছে কড়া সমালোচনা। রবিবার নরেন্দ্র মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। সেদেশে মহামারীর চেহারা নিয়েছে করোনাভাইরাস। এই মুহূর্তে ওষুধ দরকার। টুইট করে ট্রাম্প লেখেন, “দুই বন্ধুর সম্পর্কেও অতিরিক্ত সময়ের প্রয়োজন রয়েছে। হাইড্রক্সিক্লোরোকুইন সম্পর্কিত কারণে ভারত ও সেখানকার মানুষকে ধন্যবাদ। কখনওই এই অবদানকে ভুলব না। যোগ্য নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। তিনি শুধু ভারতকেই সহযোগিতা করলেন না, করোনা তাড়াতে মানবিকতাকে সবার উপরে রাখলেন।” আরও পড়ুন- Donald Trump Thanks PM Modi কোভিড-১৯ মোকাবিলায় আপনার নেতৃত্ব মানবিকতার দিশারী, হাইড্রক্সিক্লোরোকুইন পেয়ে মোদি বন্দনায় ডোনাল্ড ট্রাম্প

ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন দেশের বাইরে যাতে না যেতে পারে গতমাসেই তার ব্যবস্থা করেছে মোদি সরকার। বিদেশে হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এদিকে রবিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নরেন্দ্র মোদির সঙ্গে এই হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে একপ্রস্থ বার্তালাপ করেছেন। মার্কিন যুক্তরাষট্রকে হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি করুক ভারত, এমনটাই চান তিনি। ইচ্ছে মতো কাজ না হলে বদলা নেওয়ার হুঁশিয়ারিও দিলেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা এএনআই-এর এক টুইটে এই খবর প্রকাশ্যে আসতেই গুঞ্জন শুরু হয়েছে।