Molestation, Representational Image (Photo Credit: Pixabay)

দেরাদুন, ১ সেপ্টেম্বর: নারী সুরক্ষা নিয়ে এবার বড় প্রশ্ন উত্তরাখণ্ডে (Uttarakhand)। ১৪ বছরের এক নাবালিকার শ্লীলতাহানি কাণ্ডে উত্তরাখণ্ডের এক প্রভাবশালী বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। আলমোরা জেলার নুন অঞ্চলের বিজেপি প্রধান ভগবত সিং বোরা-কে ১৪ বছরের কিশোরীকে শ্লীলতাহানি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরপরই ভগবত সিং বোরাকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। কংগ্রেসের দাবি, এই ঘটনা প্রমাণ করে বিজেপি তাদের নেতাদের মহিলাদের ওপর নির্যাতনের লাইসেন্স দিয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি-র সরকার নারী নির্যাতনের ব্যাপারে উদাসিন বলেও অভিযোগ কংগ্রেসের। বিজেপির আমলে উত্তরাখণ্ডের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, এই দাবিতে রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষোভ দেখায় কংগ্রেস।

উত্তরাখণ্ডের আলমোরায় গত ২৪ অগাস্ট ১৪ বছরের এক নাবালিকার শ্লীলতাহানি কাণ্ডের  ঘটনা ঘটে। গত ৩০ অগাস্ট পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় বলে খবর। পসোকো আইনে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। আরও পড়ুন-

স্ট্রেচারে শুয়ে নার্সকে অশ্লীলভাবে স্পর্শ রোগীর, বীরভূমের হাসপাতালের ঘটনায় ব্যাপক উত্তেজনা

নাবালিকাকে শ্লীলতাহানি কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা

নাবালিকার মা জানায়, কাছের জঙ্গলে ছাগলকে খুঁজতে ভাইকে নিয়ে যায় তার মেয়ে। বিজেপি নেতা সেটা দেখতে পেয়ে জঙ্গলের ভিতর ঢুকে মেয়েটিকে চকোলেট দেওয়ার নাম করে লোভ দেখিয়ে শ্লীলতাহানি করে। ধরা পড়ার ভয়ে বিজেপি নেতা পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে।