Covaxin (Photo Credits: Bharat Biotech)

নতুন দিল্লি, ১৮ নভেম্বর: আগামী ২০ নভেম্বর থেকে আইসিএমআর (ICMR) ও ভারত বায়েটেকের (Bhart Biotech) তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন কোভ্যাক্সিনের (Covaxin) তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হচ্ছে। আজ একথা জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী অনিল ভিজ। তৃতীয় পর্যায়ের ট্রায়েলে মন্ত্রী নিজেই এই ভ্যাকসিন তাঁর শীরের নেওযার প্রস্তাব দিয়েছেন। অনিল ভিজ টুইটে লেখেন, "কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল ২০ নভেম্বর থেকে শুরু হবে। আমি ভ্যাকসিন দেওয়ার জন্য নিজেকে প্রথম স্বেচ্ছাসেবক হিসাবে নেওয়ার প্রস্তাব দিয়েছি।"

ইতিমধ্যেই ভারত বায়োটেক কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করার কথা ঘোষণা করেছে। সারা দেশে ২৬ হাজার স্বেচ্ছাসেবক জড়িত থাকবেন এই ট্রায়ালে। এটি ভারতের করোনা ভ্যাকসিনের জন্য পরিচালিত বৃহত্তম ক্লিনিকাল ট্রায়াল। স্বেচ্ছাসেবীরা প্রায় ২৮ দিনের ব্যবধানে দুটি ইনজেকশন পাবেন। তদন্তকারীরা, অংশগ্রহণকারীরা এবং ভ্যাকসিন তৈরি করা সংস্থাটি জানবে না কোন গ্রুপে কোন স্বেচ্ছাসেবক নিযুক্ত হয়েছে। আরও পড়ুন: Child Pornography Racket: বছর দশেক ধরে ডার্ক ওয়েবে শিশুদের পর্নোগ্রাফির ভিডিও, ছবি বিক্রি করে সিবিআইয়ের জালে উত্তরপ্রদেশের ইঞ্জিনিয়র

সুরক্ষা এবং প্রতিরোধ ক্ষমতা ডেটা সহ প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে প্রায় ১০০০টি বিষয়ে কোভ্যাক্সিনের মূল্যায়ন করা হয়েছে। এই পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক স্বেচ্ছাসেবীদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে।