গত মঙ্গলবার পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলার পর থেকেই হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। গোটা জম্মু-কাশ্মীরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এরমধ্যে অনান্য জঙ্গিদেরও ধরপাকড় করা হচ্ছে। বেশ কয়েকটি জায়গায় বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইও হচ্ছে। যার জেরে খতম হয়েছে বেশ কয়েকজন জঙ্গি। অনন্তনাগ পুলিশের তরফ থেকে শনিবার একটি তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে জানানো হয়েছে এখনও পর্যন্ত ১৭৫ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার একাধিক জঙ্গি

সূত্রের খবর, পুলিশের পাশাপাশি ভারতীয় সেনা, সিআরপিএফ জওয়ানরা জেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়েছে। তারপরে ১৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এবং কয়েকজন জঙ্গিদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করার জন্য গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র।

ভাঙা হচ্ছে জঙ্গিদের বাড়ি

গত শুক্রবারই পুলওয়ামায় মুজাহিদ্দিনের এক জঙ্গির বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। মঙ্গলবারের ঘটনা অভিযুক্ত জঙ্গিদের সাহায্য করার অভিযোগ ছিল তাঁর ওপর। সেই কারণে ভেঙে ফেলা হয় তাঁর বাসস্থান। অন্যদিকে, কুলেগামেও জঙ্গিদের সাহায্য করার অপরাধে এক ব্যক্তির বাড়ি ভেঙে ফেলে যৌথ বাহিনী।