Kolkata Knight Riders vs Punjab Kings, IPL 2025 Live Streaming: কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৪৪ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৬ এপ্রিল মুখোমুখি হবে কেকেআর বনাম পিবিকেএস (KKR vs PBKS)। কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আয়োজিত হয়েছে এই ম্যাচ। অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে কেকেআর (KKR) চলতি আইপিএলে সপ্তম স্থানে রয়েছে। তারা আট ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে। শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) কাছে বড় ব্যবধানে হেরেছে তারা। অন্যদিকে, ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) কাছে হারের পর জয়ের ধারায় ফিরতে মরিয়া শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পাঞ্জাব কিংস (Punjab Kings)। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ স্ট্যান্ডিংয়ে এখন চতুর্থ স্থানে রয়েছে পিবিকেএস (PBKS)। শেষবার যখন এই দুই দল মুখোমুখি হয় তখন পাঞ্জাব ১১১ রানে অলআউট হয়ে গেলেও কলকাতা ৯৫ রানে অলআউট হয়। KKR vs PBKS, IPL 2025 Winning Prediction: কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস, আইপিএল ২০২৫
New day. New fight. Same spirit ⚔️💜 pic.twitter.com/WOr6ch39jV
— KolkataKnightRiders (@KKRiders) April 26, 2025
কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডঃ রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, মঈন আলী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, অংক্রিশ রঘুবংশী, মণীশ পান্ডে, অনুকুল রায়, রোভম্যান পাওয়েল, লভনিথ সিসোদিয়া, কুইন্টন ডি কক, অ্যানরিচ নর্টজে, স্পেন্সার জনসন, চেতন সাকারিয়া, ময়ঙ্ক মার্কান্ডে।।
পাঞ্জাব কিংস স্কোয়াডঃ প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, মার্কো জ্যানসেন, জেভিয়ার বার্টলেট, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, হরপ্রীত ব্রার, বিজয়কুমার বৈশক, প্রবীণ দুবে, গ্লেন ম্যাক্সওয়েল, সূর্যাংশ শেজ, যশ ঠাকুর, অ্যারন হার্ডি, আজমতুল্লাহ ওমরজাই, কুলদীপ সেন, হারনুর সিং, বিষ্ণু বিনোদ, মুশীর খান, পিলা অবিনাশ।
আইপিএল ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ?
২৬ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আয়োজিত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ?
কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ?
কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস, আইপিএল ২০২৫ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ?
কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।