ভোপাল, ১১ এপ্রিল: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিংরাউলিতে (Singrauli) শুক্রবার সন্ধেয় রিলায়েন্স পাওয়ার প্ল্যান্ট (Reliance Power Plant) চালিত বিদ্যুৎকেন্দ্রের ছাই ও বিষাক্ত অবশিষ্টাংশ সংরক্ষণকারী একটি কৃত্রিম পুকুর কয়লার ছাইয়ের স্রোত বেরিয়ে আসে বলে জানা গেছে। ছাইয়ের স্রোতে ভেসে গিয়েছে পাঁচ গ্রামবাসী। আশেপাশের এলাকার চাষবাসের জমিজমা, ক্ষেত নষ্ট হয়েছে বললে জানা যায়। সিংরাউলিতে গত এক বছরে এটি তৃতীয় ঘটনা।
এখনও পর্যন্ত এই গ্রামবাসীদর কোনও খবর পাওয়া যায়নি। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৬৮০ কিলোমিটার দূরে অবস্থিত ভোপালে ১০টি কয়লাচালিত পাওয়ার প্ল্যান্ট রয়েছে। গ্রামবাসীদের তোলা ছবি ও ভিডিয়োয় দেখা গিয়েছে যে পাওয়ার প্ল্যান্ট থেকে বেরিয়ে আসা কাদা-ছাইয়ের স্রোতে ঢাকা পড়েছে পাশের কৃষিজমি। আরও পড়ুন, হাইড্রক্সিক্লোরোকুইন বানানোর ছাড়পত্র পেল বেঙ্গল কেমিক্যালস
Worrying news from Singrauli in MP, India’s thermal power hub that shares border with UP.This sludge has leaked from an artificial pond that stores toxic residue in a privately run coal power plant. Reports are grim , suggest many villages over run in the area @Anurag_Dwary pic.twitter.com/pmUfTI1DEB
— Alok Pandey (@alok_pandey) April 10, 2020
স্থানীয়দের শেয়ার করা ছবি এবং ভিডিওগুলিতে বিদ্যুৎকেন্দ্রের আশেপাশের অঞ্চলগুলি যেন কাদামাটির সমুদ্র হয়ে গেছে। গ্রামবাসীদের অভিযোগ, দূষিত ছাইয়ে তাদের কৃষজমি নষ্ট হয়েছি। সন্দীপ নামে এক স্থানীয় ব্যক্তি বলেছেন হাজার হাজার একর জমি নষ্ট হয়ে গেছে, ফসলের ক্ষতি হয়েছে। দুটি মৃতদেহ পাওয়া গেছে। বিদ্যুৎ কেন্দ্রের সিইও, ও জেলা প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির মামলা করা উচিত।
যে পাঁচজন নিখোঁজ, তাঁদের ঘর পাওয়ার প্ল্যান্টের পাঁচিলের গায়েই। দুর্ঘটনার সময় তাঁরা নিজেদের ঘরেই ছিলেন। সেখান থেকেই কাদা-ছাইয়ের স্রোতে ভেসে যান তাঁরা। এই ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিংরাউলির জেলাশাসক কেভিএস চৌধরী। এলাকায় বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মতে, এই প্লান্টগুলি গাজিয়াবাদের পরে দেশের দ্বিতীয় বৃহত্তম দূষিত শিল্প অঞ্চল তৈরি করেছে। গত বছরের আগস্টে প্লান্টের কাছে একটি কৃত্রিম পুকুরটি লঙ্ঘন করা হয়েছিল।