মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে (Maharashtra Assembly Election 2024) বড় জয় পেয়েছে বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের 'মহাজুটি' জোট। মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে রয়েছেন দেবেন্দ্র ফডণবীস এবং একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের কুর্সিতে কে বসবেন সেই নিয়ে জুটির মধ্যেকার জোট এখনও কাটেনি। তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে এই ধরণের কোন সংশয় নেই। সাঁওতালভূমের কুর্সিতে বসতে চলেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) নেতা হেমন্ত সোরেনই (Hemant Soren)। মুখ্যমন্ত্রী হিসাবে আরও একবার শপথ নিতে চলেছেন তিনি। নির্ধারিত হয়েছে হেমন্তের শপথ গ্রহণের দিনক্ষণ।
শনিবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের (Jharkhand Assembly Election 2024) ফল প্রকাশ হয়েছে। পরের দিন রবিবারই রাজ্যের রাজ্যপাল সন্তোষ গাংওয়ারের (Santosh Gangwar) সঙ্গে দেখা করতে গেলেন হেমন্ত। এদিন তিনি জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলারই আনুষ্ঠানিকভাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে আরও একবার শপথ নেবেন জেএমএম (Jharkhand Mukti Morcha) সুপ্রিয়ো।
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ হেমন্তের...
#JharkhandAssemblyElection2024 | JMM Chairman #HemantSoren meets Governor Santosh Gangwar; stakes claim to form the government after tendering his resignation
In the election results announced on Friday, the INDIA bloc won 56 seats pic.twitter.com/1onLZRpOPt
— DD News (@DDNewslive) November 24, 2024
ঝাড়খণ্ড বিধানসভায় জেএমএম, কংগ্রেস, আরজেডি, সিপিআইএমএল জোট 'মহাগঠবন্ধন' সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে জয়লাভ করেছে। মঙ্গলে হেমন্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের। এক দলীয় সূত্রে খবর, রাহুল গান্ধী (Rahul Gandhi), মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal), তেজস্বী যাদবদের (Tejashwi Yadav) আমন্ত্রণ জানানো হবে হেমন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে সামিল হওয়ার জন্যে।