২০২৫-এর দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগেই ১০ বছর সম্পূর্ণ করল আপ সরকার। আর এই বর্ষপূর্তিতে আগামীবছরে ভোটের জন্য সলতে পাকানোর কাজ শুরু করে দিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আর মাত্র কয়েকমাস বাকি, তাই দিনরাত এক করে প্রচার শুর করে দিয়েছে আপ নেতৃত্ব। রবিবার দিল্লির মুন্দকা বিধায়ক কেন্দ্রে করালা গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে কেজরিওয়াল বলেন, আমাদের সরকার ১০ বছর পূর্ণ করল। আর এই দশবছরে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের জন্য একাধিক জনমুখী প্রকল্প করা হয়েছে। মানুষদের বিনামূল্যে বিদ্যুত, জল দিয়েছ আমাদের সরকার।
কেজরিওয়াল আরও বলেন, শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন আনা হয়েছে। আগে সরকারি স্কুলে বাচ্চাদের পাঠাতো না তাঁদের পরিবার। কিন্তু এখন বেসরকারি স্কুল থেকে বাচ্চাদের ভর্তি করানো হচ্ছে সরকারি স্কুলে। আর আমাদের বানানো প্রকল্প নিয়ে যাঁরা সমালোচনা করত, তাঁরাই এখন অন্য রাজ্যে নির্বাচন হলে আমাদের প্রকল্প নিজেদের নামে চালিয়ে ভোটপ্রচার করছে।
#WATCH | Delhi: Former Delhi CM & AAP National Convenor Arvind Kejriwal addressed a Dangal program organized in Karala village of Mundka assembly constituency
He says, " AAP govt is completing 10 years in Delhi, the kind of work that happened in Delhi, it is being discussed in… pic.twitter.com/s8SQzW5J89
— ANI (@ANI) November 24, 2024