কলকাতা, ১০ এপ্রিল: হাইড্রক্সিক্লোরোকুইন (hydroxychloroquine) বানানোর ছাড়পত্র পেল বেঙ্গল কেমিক্যালস (Bengal Chemical and Pharmaceuticals Limited)। শনিবার ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোল। যার ফলে করোনা (Coronavirus) পরিস্থিতিতে COVID-19 মোকাবিলায়, চাহিদা তুঙ্গে থাকা হাইড্রক্সিক্লোরোকুইন বানাবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালস।
এই সময়ের খবর অনুযায়ী, বেঙ্গল কেমিক্যালসের ওষুধ সরাসরি ওষুধের দোকানে মেলে না। বিক্রি হয় সরকারি বরাতেই। প্রায় প্রতিবছরই একাধিক রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক, দফতর ও সংস্থা তাদের হাসপাতালে ব্যবহারের জন্য এ রাজ্যের বেঙ্গল কেমিক্যালসের (BCPL) থেকে ক্লোরোকুইন বা অ্যাজিথ্রোমাইসিন কিনে থাকে। তবে করোনভাইরাস মোকাবিলায় চাহিদা তুঙ্গে থাকা হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine) বানানোর লাইসেন্স না থাকায় এতদিন তা তৈরি করত না BCPL। গতকাল সাংবাদিক বৈঠকের সময়ই মুখ্যসচিব রাজীব সিনহার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine) কেনার ক্ষেত্রে আমরা তো বেঙ্গল কেমিক্যালসকেই অর্ডার দিতে পারি।' এরপর আজ শুক্রবার কলকাতায় সংস্থার সদর দপ্তরে ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে লাইসেন্সটি পাঠিয়ে দেওয়া হয়। এখন থেকে হাইড্রক্সিক্লোরোকুইন অনায়াসে তৈরি করতে পারবে বেঙ্গল কেমিক্যালস। আরও পড়ুন: Coronavirus In West Bengal: রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত ১২, দেশে মৃতের সংখ্যা ছাড়াল ২০০
বেঙ্গল কেমিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর পিএম চন্দ্রাইয়া শুক্রবার বলেছেন, "ওষুধ তৈরির ছাড়পত্র রাজ্য সরকার দিয়ে দিয়েছে। কিন্তু ভাঁড়ার শূন্য। প্রয়োজনীয় সামগ্রী পেলেই ২৪ ঘণ্টার মধ্যেই ওষুধ তৈরি করার কাজ শুরু করে দেওয়া যাবে। দিনে ৮ লক্ষ ২০০ ও ৪০০ মিলিগ্রামের ওষুধ তৈরিতে সক্ষম আমাদের এই সংস্থা।"