নয়াদিল্লি, ১৫ জুন: করোনাভাইরাসকে (Coronavirus) হারিয়ে সুস্থ হয়ে ওঠার হার ক্রমশ বাড়ছে। ১১ জুন সুস্থ হয়ে ওঠার হার ছিল ৪৯.২১ শতাংশ। ১২ জুন সুস্থ হয়ে ওঠার হার ছিল ৪৯.৯৫ শতাংশ। ১৫ জুন সেই হার বেড়ে ৫১.০৮ শতাংশ দাঁড়িয়েছে। সুস্থ হয়ে ওঠার হারে একটি বিষয় স্পষ্ট, দেশে করোনা আক্রান্ত রোগীর সুস্থ হয়ে ওঠার হার ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭,৪১৯। সবমিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৬৯,৭৯৭ জন। সুস্থ হয়ে ওঠার হার জানাচ্ছে, মোট করোনা আক্রান্ত রোগীর ৫০ শতাংশেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,৩২,৪২৪।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, করোনা পরীক্ষার জন্য সরকারি ল্যাবরেটরির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৩। অন্যদিকে বেসরকারি ক্ষেত্রে ল্যাবরেটরির সংখ্যা বেড়ে ২৪৮। সবমিলিয়ে দেশে করোনা পরীক্ষার মোট ল্যাবের সংখ্যা এই মুহূর্তে ৯০১। যদিও কন্টাইনমেন্ট জোনের উপর বেশি নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কন্টাইনমেন্ট জোনে টেস্টিং এবং ট্রেসিংয়ের উপরও বেশি নজর দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। প্রতিটি রাজ্যকেই এই বিষয়ে কড়া পদক্ষেপ নির্দেশ দেওয়া হয়েছে।
During last 24 hrs, 7419 COVID-19 patients were cured. A total of 1,69,797 patients, so far, cured of #COVID19. The recovery rate rises to 51.08% which is indicative of the fact that more than half of positive cases have recovered from the disease: Government of India— ANI (@ANI) June 15, 2020
দেশজুড়ে এখনও পর্যন্ত ৫৭,৭৪,১৩৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। ঘ্রাণ শক্তি কিংবা স্বাদ হারিয়ে ফেলাও করোনা আক্রান্ত হওয়ার লক্ষ্মণ, জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।