নতুন দিল্লি, ২৫ ফেব্রুয়ারি: সততার সঙ্গে করা আন্তরিক বার্তালাপের মাধ্যমে ন্যাটো ও রাশিয়ার মধ্যেকার পার্থক্য দূর হতে পারে। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) একথা বলেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi )। এই দুই রাষ্ট্রনেতা গতকাল ইউক্রেনের সমস্যা নিয়ে আলোচনায় বসেছিলেন। ইউক্রেনকে কেন্দ্র করে সাম্প্রতিক যেসব ঘটনা ঘটেছে, এই আলোচনায় প্রধানমন্ত্রীকে তা জানিয়েছেন পুতিন। এদিন নরেন্দ্র মোদি দুই দেশের মধ্যে তৈরি হওয়া বৈরিতার সম্পর্ক দূর করতে কূটনৈতিক আলোচনার উপরে জোড় দিয়েছেন। একই সঙ্গে হামলা, আগ্রাসন বন্ধের আবেদনও করেছেন।
একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টকে মোদি মনে করিয়ে দিয়েছেন যে, ইউক্রেনে প্রচুর ভারতীয়র বসবাস। বিশেষ করে পড়ুয়ারা রয়েছেন। তাই সবকিছুর উপরে নিজের দেশের নাগরিকদের নিরাপত্তা তিনি সুনিশ্চিত করতে চান। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সেদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপদে দেশ ফিরিয়ে আনাই তাঁর প্রধান লক্ষ্য। প্রাসঙ্গিক স্বার্থের বিষয়ে দুই দেশের কর্মকর্তা ও কূটনৈতিক দলগুলি য়ে পরস্পরের মধ্যে যোগাযোগ রাখবে , সে বিষয়ে একমত হয়েছেন মোদি ও পুতিন। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বার্তালাপের আগেই বিদেশ সচিব হর্ষবর্ধন শৃঙ্গলা ভারতকে স্টেকহোল্ডার হিসেবে উপস্থাপন করেছেন। তিনিই জানিয়েছিলেন যে, এনিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন-West Bengal Weather Update: অক্ষরেখার প্রভাবে আকাশজুড়ে বজ্রগর্ভ মেঘ, রাজ্যে শুরু বৃষ্টি
বিদেশ মন্ত্রী এস জয়শংকর ইতিমধ্যে ইউরপীয় ইউনিযনের অনেক মন্ত্রীর সঙ্গে বার্তালাপ করেছেন। এর মধ্যে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলির মন্ত্রাও আছেন। এঁদের সহযোগিতায় ইউকরেনে আটকে থাকা ভারতীয়দের সরিয়ে আনা হচ্ছে। এখনও পর্যন্ত ৪ হাজার ভারতীয়কে ইউক্রেন থেকে নিরাপদে সরিয়ে আনা গেছে।