Cloudy Weather (Photo Credits: Wikimedia Common)

কলকাতা,  ২৫ ফেব্রুয়ারি: বসন্ত তা বর্ষাকাল, তা আকাশের দিকে তাকালে আলাদা করে বোঝা যাবে না। শীত  (Winter) বিদায়ের দু একদিনের মধ্যে আকাশজুড়ে মেঘের ঘনঘটা। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, মধ্য ভারত থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তরপূর্ব ভারত পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর জেরে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। আজ শুক্রবার পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় হবে বৃষ্টি। একই সঙ্গেউত্তরে দার্জিলিং, কালিম্পং, মালদ এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কাল শনিবার মুর্শিদাবাদ, বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়া এবং দুই ২৪ পরগনাতেও হতে পারে বৃষ্টি। অন্যদিকে রবিবারের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জলীয় বাষ্পের জেরে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়াতেই যত বিপত্তি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা  ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।