নতুন দিল্লি, ২৩ মে: নতুন সংসদ ভবনের উদ্বোধন কেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু করবেন না! কেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এই ইস্যুতে কংগ্রেসের পর এবার তৃণমূল কংগ্রেসও নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কটের পথে হাঁটল। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী রবিবার নয়া সাংসদ ভবনের উদ্বোধন বয়কট করছে তৃণমূল।
আগামী ২৮ মে, রবিবার উদ্বোধন হতে চলেছে দেশের নয়া সংসদ ভবনের। কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে দেশের বিরোধী নেতাদের দাবি, প্রধানমন্ত্রী নয়, নয়া সাংসদ ভবনের উদ্বোধন করুন দেশের রাষ্ট্রপতি। আরও পড়ুন-মার্কিন সফরের আগে সাধারণ পাসপোর্ট পেতে আদালতের দ্বারস্থ রাহুল গান্ধী
দেখুন টুইট
TMC to boycott inauguration of new Parliament building on May 28: TMC's Lok Sabha leader Sudip Bandyopadhyay
— Press Trust of India (@PTI_News) May 23, 2023
দেখুন এই ইস্যুতে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বক্তব্য
#WATCH | We are opposed to the PM inaugurating the new Parliament building. The President should inaugurate it. We are thinking of boycotting the function, the party has to take a final decision on the matter: TMC MP Saugata Roy pic.twitter.com/murcRV5E54
— ANI (@ANI) May 23, 2023
বিরোধীদের যুক্তি হল, প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিসভার প্রধান, কিন্তু আইনসভার প্রধান তিনি নন। তাই নয়া সংসদ ভবনের উদ্বোধন করা উচিত দেশের রাষ্ট্রপতি লোকসভার অধ্যক্ষ বা রাজ্যসভার চেয়ারম্য়ানের।