নতুন দিল্লি,২৩ মে: সাংসদ পদ খারিজ হওয়ায় রাহুল গান্ধী (Rahul Gandhi)-র কুটনৈতিক পাসপোর্ট আর তার কাছে নেই। আগামী সপ্তাহে আমেরিকা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার আগে নতুন সাধারণ পাসপোর্ট পেতে আবেদন করেছেন রাহুল। সাধারণ পাসপোর্ট পেতে যাতে কোনও আইনি জটিলতা না হয় সেই কারণে দিল্লির রোজ অ্য়াভিনিউ আদালতে যাচ্ছেন রাহুল গান্ধী।
মোদী পদবি অবমাননা মামলায় অভিযুক্ত হওয়ায় চলতি বছর মার্চে রাহুলের সাংসদ পদ খারিজ হয় রাহুলের। সেই সঙ্গে তাঁর কুটনৈতিক পাসপোর্ট জমা দিতে হয়।
দেখুন টুইট
Congress leader Rahul Gandhi today moved Delhi's Rouse Avenue Court seeking no objection to the issuance of a fresh ordinary passport to him.
He ceased to be a Member of Parliament in March of this year and surrendered his diplomatic passport. He is now applying for a fresh…
— ANI (@ANI) May 23, 2023
আগামী ৩১ মে দশ দিনের সফরে আমেরিকায় যাচ্ছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। আগামী ৪ জুন, নিউ ইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ৫ হাজার ভারতীয় বংশোদ্ভূতদের সামনে নিজের বক্তব্য রাখবেন রাহুল গান্ধী। মার্কিন সফরে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় যোগ দিতে ওয়াশিংটন ও ক্য়ালিফোর্নিয়ায় যাবেন রাহুল।