৪০০ পারের লক্ষ্যপূরণ না হলেও এই জয়কে মহাবিজয় বলেই মানতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার এনডিএ শরিকদের সঙ্গে সংসদীয় বৈঠক নিয়ে বেশ ভালোই জল্পনা চলছিল। বিশেষ করে নিতিশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডু আদৌ এই বৈঠকে যোগ দেবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে তাঁদের সঙ্গ পেয়েই আত্মবিশ্বাস বাড়ল মোদীর। সেই সঙ্গে এও বুঝিয়ে দিলেন ইন্ডিয়া নয় এনডিএ-ই এখনও পর্যন্ত দেশের সফল জোট। তবে আগামী পাঁচ বছরে যে মোদী-শাহদের অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে এবং শরিক দলের নেতাদের মন জুগিয়ে চলতে হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
এদিন প্রধানমন্ত্রী বলেন, সমস্ত প্যারামিটার অনুযায়ী গোটা বিশ্ব বিশ্বাস করছে যে এনডিএ জোট মহাবিজয় প্রাপ্ত করেছে। কিন্তু গত দুই দিন ধরে আপনারা একটা জিনিস লক্ষ করবেন যে বিরোধীরা দাবি করছে আমরা নাকি হেরে গিয়েছি। আমরা আর ফিরব না। তাঁরা এরকম করছিল বিরোধী কর্মী সমর্থকদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। যদি আপনারা জোটের ইতিহাস পরিসংখ্যানের ওপর বিচার করে দেখেন, তাহলে দেখবেন আমরাই সবথেকে শক্তিশালী জোট। কিন্তু এই জয়কে স্বীকার না করে পরাজয়ের ছাঁয়ায় রাখতে চেয়েছিল বিরোধীরা।
#WATCH | At the NDA Parliamentary Party meeting, Prime Minister Narendra Modi says "I believe that if we look at the results of the 2024 Lok Sabha Elections, from every parameter, the world believes that this is NDA's 'Mahavijay'. You saw how the two days went, it seemed as if we… pic.twitter.com/ePZbfnmNdJ
— ANI (@ANI) June 7, 2024
যদিও আজ বিকেলেই এই রাষ্ট্রপতি ভবনে সরকার গঠনের জন্য যাবেন মোদী সহ এনডিএ-র বাকি নেতারা। সবকিছু ঠিকঠাক থাকলে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। যদিও অন্যদিকে ইন্ডিয়া জোটের এখন আত্মবিশ্বাস রয়েছে সরকার গঠনের জন্য।