Tamil Nadu Illicit Liquor Case Photo Credit: Twitter@TheRobustRascal & @mkstalin

তামিলনাড়ুর কল্লাকুরিচি জেলায় বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৪। বুধবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৩। বৃহস্পতিবার সকালে সেই সংখ্যাটাই বেড়ে হয়েছে ২৯। কল্লাকুরিচি-র জেলাশাসক জানিয়েছেন, আরও ৬০ জনের বেশি গুরুতর অসুস্হ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।অসুস্থদের কাল্লাকুরিচি, সালেম ও পুদুচেরীর Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research সেন্টারে ভর্তি করা হয়েছে। তামিলনাড়ুর প্রশাসনের আশঙ্কা ঘটনায় মৃত্যু আরও বাড়বে।

এক বছর আগেই তামিলনাড়ুর রাজ্যের চেঙ্গালপাট্টু জেলায় বিষমদ পান করে ২২ জনের মৃত্যু হয়েছিল।সেই ঘটনারই পুনরাবৃত্তি হল আবার। তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, জেলার করুণাপুরম কলোনীর সরকারি হাসপাতালে ৫০ জনের চিকিৎসা চলছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এই ঘটনায় এক্স হ্যান্ডেলে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর কড়া হুঁশিয়ারি, যে অফিসারেরা এই মৃত্যু আটকাতে ব্যর্থ হয়েছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ বিষমদ বিক্রি আটকাতে ব্যর্থ আবগারি দফতর এবং পুলিশকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতি বি গোকুলদাসের সমন্বয়ে গঠিত এক সদস্যের কমিশন বিষমদের ঘটনায় তদন্ত শুরু করেছে। ৩ মাসের মধ্যে তাঁরা এই ঘটনার রিপোর্ট জমা দেবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা এবং চিকিৎসাধীন প্রত্যেকের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

 পুলিশ জানিয়েছে, কাল্লাকুরচির ঘটনায় স্থানীয় পদ্ধতিতে তৈরি মদ পান করে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। বিক্রি বাড়াতে মদের সঙ্গে নানা ধরনের নেশা জাতীয় ট্যাবলেট মেশানো হয়। সেখানেও একই কারণে এই মৃত্যু মিছিল কিনা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২-শো লিটার মদ।ঘটনার পরপরই, কল্লাকুরিচি-র জেলাশাসককে বদলি করা হয়েছে এবং ডি এস পি সহ ১০ জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রী এম সুব্রামানিয়াম কাল্লাকুরিচিতে সাংবাদিকদের বলেন,মদে প্রচুর পরিমাণে মিথানল থাকার জন্যই এই ঘটনা। ইতিমধ্যেই উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপে নেবে বলে মন্ত্রী জানান।