নয়াদিল্লি: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে (Supreme Court) গর্ভপাতের অনুমতি চেয়ে আবেদন (seeking termination of pregnancy) জানিয়ে ছিলেন ২৬ সপ্তাহের গর্ভবতী একজন বিবাহিত মহিলা (married woman)। বুধবার সেই মামলার রায় ঘোষণা করতে গিয়ে মতান্তর (split order) দেখা দিল ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে। আরও পড়ুন: Students Brawl Video: পড়াশোনা ভুলে রাস্তার উপর লড়াইয়ে মত্ত দুই দল কলেজ ছাত্র, তুমুল মারামারির ভিডিয়ো
বিচারপতি হিমা কোহলি (Justice Hima Kohli) বলেন, তাঁর বিচারবিভাগীয় বিবেক (judicial conscience) ওই মহিলাকে গর্ভপাতের অনুমতি দিতে (permit) চাইছে না। অন্যদিকে ভিন্ন মত (Expressing disagreement) প্রকাশ করে বিচারপতি বিভি নাগারথনা (Justice BV Nagarathna) বলেন, ওই মহিলার সিদ্ধান্তকে (decision) অবশ্যই সম্মান (respected) জানাতে হবে। কারণ, তিনি গর্ভাবস্থার অবসানের মধ্যে দিয়ে যেতে চেয়েছিলেন। আরও পড়ুন: IND vs PAK Ticket Duplicate Case: ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের নকল টিকিট, আহমেদাবাদে গ্রেফতার ৪
Supreme Court gives split order on a married woman's plea seeking termination of 26-week-old pregnancy. Justice Hima Kohli says her judicial conscience does not allow her to permit termination. Expressing disagreement, Justice BV Nagarathna says the woman's decision must be… pic.twitter.com/y1aLvG3Fck
— ANI (@ANI) October 11, 2023