IND vs PAK in Asia Cup (Photo Credit: InsideSport/ X)

আগামী শনিবার ১৪ অক্টোবর বিশ্বকাপের সবচেয়ে বড় মোকাবেলায় মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। ক্রিকেট বিশ্বের এই মহারনেকে মাঠে বসে সচক্ষে দেখার কোনো মুহূর্তই বাদ দিতে চান না কোনো ক্রীড়াপ্রেমী। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের পর প্রথমবার ভারত সফরে এসেছে পাকিস্তান এবং সেটিও আইসিসি ওয়ানডে বিশ্বকাপে। এই ম্যাচ আয়োজিত হবে আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপের সূচি আসার পর থেকেই এই ম্যাচ নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। ১ লক্ষ ৩৫ হাজার বসার আসন সম্পন্ন এই মাঠে ম্যাচ দেখার রোমাঞ্চকর অনুভুতি ছাড়তে চান না কোনো ভক্তই। ম্যাচের সব টিকিট আগে থেকেই বিক্রি হয়ে যাওয়ায় ফ্যানদের মধ্যে চলছে বিপথে টিকিট জোগাড় করার প্রচেষ্টা। সেই সুযোগকে কাজে লাগিয়ে ভক্তদের চড়া দামে ভুয়ো টিকিট বিক্রি করে কিছু ব্যক্তি। Musical Ceremony Before IND vs PAK: সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, জানুন বিস্তারিত

আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি চৈতন্য মান্ডলিক (Chaitanya Mandlik) জানিয়েছেন, 'ভারত-পাকিস্তান বিশ্বকাপের টিকিট নকল করার ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। মূল অভিযুক্ত জয়মিন প্রজাপতি (Jaimin Prajapati)। তিনি কুশ মীনা (Kush Meena) ও রাজবীর ঠাকুরের (Rajveer Thakur) সঙ্গে ডুপ্লিকেট টিকিট ছাপান। আমরা ১৫০টি টিকিট জব্দ করেছি। তারা একজন মক্কেলকে ৫০টি টিকিট দিয়েছে, আমরা সেটিও ধরেছি। মোট ২০০টি টিকিট ধরা পড়েছে। ৫০টি টিকিট বিক্রি করে তারা ৩ লক্ষ টাকা পেয়েছে এবং সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। মূল টিকিটে ৪টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে, যা বিসিসিআইও ঘোষণা করেছে..। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিকিট বিক্রি করেছে।'