IND vs PAK, Asia Cup 2023 (Photo Credit: @TukTuk_Academy/ X)

আগামী ১৪ অক্টোবর আমেদাবাদে ২০২৩ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে জমজমাট সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। ইন্ডিয়া টুডে (India Today)-এর খবর অনুসারে, সেখানে উপস্থিত থাকবেন বিশ্বকাপে গোল্ডেন টিকিট (Golden Ticket)- প্রাপ্ত ভিআইপি অতিথিরাও। ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা বিশ্বের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ। যদিও ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে হেড টু হেড রেকর্ড এখনও ভারতের দখলে। আইসিসি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান সাতবার মুখোমুখি হয়েছে এবং সাতটি জয়ই রয়েছে ভারতের অধীনে। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত অন্যদিকে, দু'ম্যাচে দু'টি করে জয় পেলেও পাকিস্তানের সামনে এখন বড় চ্যালেঞ্জ ভারত। সেই ম্যাচের ভূমিকা করতেই এখন জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। Virendra Sehwag Reveals Secret: পাকিস্তানের সঙ্গে ২০১১-র বিশ্বকাপে শচিনের সেঞ্চুরি হাতছাড়াতে আনন্দ শেহবাগের, কারণ জানালেন ১২ বছর পর (দেখুন সেই ভিডিও)

আগামী ১৪ তারিখ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ শুরুর ঠিক আগে একটি সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। জিসিএ-র সেক্রেটারি অনিল প্যাটেল জানিয়েছেন, গোল্ডেন টিকিটধারীরা খেলা দেখতে আসবেন। টুর্নামেন্ট শুরুর আগে সচিন তেন্ডুলকর, রজনীকান্ত ও অমিতাভ বচ্চনের হাতে গোল্ডেন টিকিট তুলে দেয় বিসিসিআই। এছাড়া ভারত-পাকিস্তান ম্যাচের জন্য অনেক বিশিষ্ট ব্যক্তিদের আগমন আসা করা যায়। বলিউড তারকাদের অনুষ্ঠান শুরু হবে দুপুর ১২টা ৪০ মিনিটে এবং শেষ হবে দুপুর ১টা ১০ মিনিটে। শিশুরা ম্যাসকটের সঙ্গে অভিনয় করবে এবং দলগুলোকে মাঠে নিয়ে যাবে। এছাড়া ২০-২৫টি পাকিস্তানি মিডিয়াও ম্যাচ দেখতে আসবে। প্যাটেল আরও বলেন তাদের জন্য সবকিছুর ব্যবস্থা করা হয়েছে এবং পিসিবির কিছু কর্মকর্তাও এই ম্যাচে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।