আমালাপুরম: সন্তানকে সুশিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করার ইচ্ছায় তাদের স্কুল বা কলেজে পাঠান অভিভাবকরা। কিন্তু, সন্তান স্কুল বা কলেজে গিয়ে কী করে তা অনেকেই জানতে পারেন না। বুধবার এমনই একটি ঘটনার ভিডিয়ো ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়াতে (Social Media)। যেখানে দেখা যাচ্ছে, দুই দল কলেজ ছাত্র (college students) পড়াশোনা শিকেয় তুলে রাস্তার উপর তুমুল মারামারিতে (ugly brawl on the road) মেতে উঠেছে। আরও পড়ুন: Video: মাটিতে ফেলে যুবককে মারধর বিধায়কের ব্যক্তিগত সহকারীর, ভিডিও দেখে চারজনকে আটক পুলিশের (দেখুন টুইট)
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কোনাসীমা (Konaseema) জেলার বিআর আম্বেদকর (BR Ambedkar) রোডে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া ভিডিয়োর ক্যাপশন থেকে জানা গেছে, সামান্য বিষয়কে (petty dispute) কেন্দ্র করে আমালাপুরম (Amalapuram) এলাকার এসকেবিআর কলেজের (SKBR College) বিএ (BA) ও বি কম (B Com) পড়ুয়ারা প্রকাশ্য রাস্তার উপরে তুমুল মারামারি শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে তাদের আটক (detained) করে জেরা করার (interrogated) জন্য নিয়ে গেছে। আরও পড়ুন: NIA In Moga: পাঞ্জাবের মোগায় খালিস্তানি সমর্থক লাখবীর রোডে-এর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনআইএ, ঘটনাস্থলের ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
Two groups of college #students got into an ugly brawl on the road in BR Ambedkar #Konaseema dist.
The #fights broke out between BA and B Com students of SKBR College, over some petty dispute, at Amalapuram.
Police detained and interrogated them.#AndhraPradesh #fightsatschool pic.twitter.com/KPGcrLyJwF
— Surya Reddy (@jsuryareddy) October 11, 2023