Soldier Killed in Ceasefire Violation by Pakistan: নওশেরায় পাকিস্তানের গুলিতে শহিদ জওয়ান, নাগরোটা নিয়ে পাকিস্তান হাইকমিশনকে তলব
Line of Control. (Representational Image/Photo Credits: IANS)

শ্রীনগর, ২১ নভেম্বর: ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন (Ceasefire Violation) করে সীমান্ত গুলি পাকিস্তানের (Pakistan)। শনিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে (Nowshera Sector) নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের ছোড়া গুলি লেগে ভারতীয় সেনার এক জওয়ান শহিদ হয়েছে। জখম হয়েছেন আরও এক জওয়ান। সেনা বাহিনীর কর্তারা জানিয়েছেন, নওশেরা সেক্টরের লাম এলাকায় সীমান্তের ওপার থেকে অবিরাম গোলাগুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা। পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনারাও।

অন্যদিকে জঙ্গি দমনে বড় সাফল্য জম্মু ও কাশ্মীর পুলিশের। জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর দুই সহযোগীকে তারা গ্রেপ্তার করেছে অবন্তিপোড়া জেলা থেকে। ধৃতদের কাছ থকে বেশকিছু আপত্তিজনক সরঞ্জান উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন: Coronavirus Cases In India: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৬,২৩২, মৃত্যু ৫৬৪ জনের

এদিকে নাগরোটা এনকাউন্টার নিয়ে কড়া পদক্ষেপ নতুন দিল্লির। ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনের আধিকারিককে নাগরোটার ঘটনায় ডেকে পাঠিয়েছে বিদেশমন্ত্রক। গত পরশু নাগরোটায় ৪ জইশ জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, জইশ-ই-মহম্মদ জম্মু ও কাশ্মীরে বড় হামলার পরিকল্পনা করেছিল বলে পাকিস্তানকে জানানো হয়েছে। এছাড়াও পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য় ইসলামাবাদকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছে নতুন দিল্লি।