Coronavirus Cases In India: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৬,২৩২, মৃত্যু ৫৬৪ জনের
ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২১ নভেম্বর: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হল ৪৬ হাজার ২৩২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৬৪ জনের। দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে হল ৯০ লাখ ৫০ হাজার ৫৯৮। দেশে মোট মৃ্ত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ৭২৬ জনের। বর্তমানে ৪ লাখ ৩৯ হাজার ৭৪৭ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৮৪ লাখ ৭৮ হাজার ১২৪ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Health Minitry)।

আইসিএমআর (ICMR) জানিয়েছে, ২০ নভেম্বর অবধি পরীক্ষিত নমুনার সংখ্যা ১৩ কোটি ৬ লাখ ৫৭ হাজার ৮০৮। তার মধ্যে গতকাল ১০ লাখ ৬৬ হাজার ২২টি নমুনার পরীক্ষা হয়েছে। আরও পড়ুন: Hyderabad: বয়স মাত্র ১৪, স্নাতক হায়দরাবাদের অগস্ত্য জয়সওয়াল!

মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ ৭৭ হাজার। শ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৭৯ লাখ ২ হাজার ১৮৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩ লাখ ৭৭ হাজার ৫২৭ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ১ লাখ ২ হাজার ২৮৪ জন।