Photo Credits: Pixabay

দিল্লি, ২৪ জানুয়ারি: ফের ওষুধের নমুনা পরীক্ষার পর চাঞ্চল্য ছড়াল। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) সম্প্রতি বেশ কিছু বাজার চলতি ওষুধ (Medicine) নিয়ে তদন্ত চালায়। সেই তদন্তে উঠে আসে,  হিমাচল প্রদেশের ২৫টি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তৈরি ৪০টি ওষুধ এবং ইনজেকশন নিম্নমানের। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তদন্তে ওই সংশ্লিষ্ট ওষুধগুলি নির্দিষ্ট মান পূরণ করতে পারেনি বলে খবর।

যার মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, জ্বর, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যালার্জি, মৃগীরোগ, কাশি, অ্যান্টিবায়োটিক, ব্রঙ্কাইটিস এবং গ্যাস্ট্রিকের চিকিৎসায় ব্যবহৃত বেশ কিছু ওষুধ ও ইনজেকশন। এ ছাড়া ক্যালসিয়াম সাপ্লিমেন্ট-সহ মাল্টি ভিটামিনও সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনেরর এই নমুনা পরীক্ষায় ব্যর্থ হয়েছে বলে জানা যাচ্ছে।

গত ডিসেম্বরে CDSCO বেশ কিছপু ওষুধ সম্পর্কে সতর্কতা জারি করে। ওই সতর্কতার পর বাড্ডি, বারোটিওয়ালা, নালাগড়, সোলান, কালা আম্ব, পবন্ত সাহেব, সংসারপুরের বেশ কিছু ফার্মাসিউটিক্যালে নিম্নমানের ওষুধ তৈরি হচ্ছিল বলে খবর মেলে।  পাশাপাশি উত্তরাখণ্ড, পাঞ্জাব, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মুম্বই, তেলাঙ্গানা, দিল্লির বেশ কিছু ফার্মাসিউটিক্যালে তৈরি ওষুধও ( সংখ্যা ৩৮) এই  নমুনা পরীক্ষায় ব্যর্থ হয়েছে বলে জানা যায়।