প্রতীকী ছবি (Photo Credits:Pixabay)

নয়াদিল্লিঃ কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পথে চার মদ্যপ যুবকের আচরণ দেখে প্রতিবাদ করলে, পুলিশকর্মীকে(Constable) মারধর করল ওই চার যুবক। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ(CCTV Footage)  ইতিমধ্যেই ভাইরাল(Viral) সোশ্যাল মিডিয়ায়(Social Media)। ইতিমধ্যেই ওই চার যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মদ্যপ যুবকদের হেনস্থার শিকার পুলিশ কনস্টেবল

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পুনেতে। ওই পুলিশ কনস্টেবলের নাম চন্দ্রকান্ত যাদব। পুনের সাহাকারনগর থানায় কর্মরত তিনি। এদিন কাজ সেরে বাড়ি ফেরার পথে দেখেন একটি অটোরিক্সার মধ্যে বসে মদ্যপান করছেন কয়েকজন যুবক। প্রকাশ্যে মদ্যপান করার বিরোধিতা করেন চন্দ্রকান্ত। আর তাতেই চটে ওই যুবকরা। প্রথমে পুলিশকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন তাঁরা। এরপর শুরু হয় মারধর। রাস্তার মধ্যে ওই পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারধর করা হয়। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এরপর ওই চার যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রকান্ত নামে ওই পুলিশকর্মী। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ঘেঁটে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। এরপর ওই এলাকা থেকেই রুপেশ মাঞ্জেকর, অনিকেত ঘোদকে, অভিষেক ডঙ্গরে সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রকাশ্যে মদ্যপানের বিরোধিতা, পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারধর মদ্যপ যুবকদের