আমেরিকায় বিমান দুর্ঘটনা (ছবিঃX)

নয়াদিল্লিঃ আমেরিকায় ফের বিমান দুর্ঘটনা(Arizona Plane Crash)। মাঝ আকাশে ধাক্কা দু'টি বিমানের(Plane)। মৃত্যু ৬ যাত্রীর। ঘটনাটি ঘটেছে আমেরিকার (America)অঙ্গরাজ্য অ্যারিজোনার Marana Regional Airport-এর কাছে। বৃহস্পতিবার সকাল ৮ টা ২৮ মিনিটে মাঝ আকাশে ধাক্কা লাগে essna 172S এবং Lancair 360MK ll বিমানের। ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড জানিয়েছে, মারানা রিজওনাল বিমানবন্দরের ৩ নম্বর রানওয়ের উপর, মাঝ আকাশে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্থ বিমান দু'টি সিঙ্গল ইঞ্জিনের বিমান। মাঝ আকাশে সংঘর্ষের পর ভেঙে পড়ে একটি। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। অন্যটি ততক্ষণে রানওয়েতে অবতরণ করে। দুর্ঘটনার কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে মারানা বিমানবন্দর। দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা।। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি তুলেছে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

আমেরিকায় একের পর এক বিমান দুর্ঘটনা

প্রসঙ্গত, বছরের শুরুতেই আমেরিকায় একের পর এক বিমান দুর্ঘটনা। গত ২৯ জানুয়ারি হোয়াইট হাউসের অনতিদূরে মাঝ আকাশে যাত্রবাহী বিমান এবং সেনার হেলিকপ্টারের মধ্যে ধাক্কা লাগে। সেই ঘটনায় ৬৭ জন যাত্রী মারা গিয়েছিলেন। তারপর ফিলাডেলফিয়া, আলাস্কা, অ্যারিজোনার স্কটসডেল আরও চারটি বিমান দুর্ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, বিমান কানাডার টোরন্টোতেও চলতি মাসে একটি বিমান দুর্ঘটনা ঘটে। একের পর এক দুর্ঘটনার জেরে বিমানযাত্রা নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে যাত্রীদের মধ্যে।

আমেরিকায় ফের বিমান দুর্ঘটনা, মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা দু'টি বিমানের, মৃত ২