নতুন দিল্লি, ২৩ জুলাই: তার মামলার সঠিক তদন্ত হচ্ছে না, এই অভিযোগ তুলে জেলের মধ্যেই অনশন (Hunger Strike) শুরু করল ইয়াসিন মালিক (Yasin Malik)। গতকাল সকাল থেকে তিহাল জেলে (Tihar Jail) সে অনশন শুরু করেছে। শীর্ষ জেল কর্তারা হস্তক্ষেপ মালিকের সঙ্গে কথা বলে অনশন প্রত্যাহার করার জন্য কথা বলেন। কিন্তু সেই রাজি হয়নি। সন্ত্রাসবাদে অর্থ জোগানের মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাবাসের সাজা হয়েছে কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতার। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করে। কিন্তু ইয়াসিনের আইনজীবী মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবনের আর্জি জানিয়েছিলেন।
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির সঙ্গে সম্পর্কিত একটি মামলায় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ২০১৯ সালে ইয়াসিন মালিককে গ্রেফতার করেছিল। এক বছর পরে ২০২০ সালের মার্চ মাসে মালিক এবং তার ছয় সহযোগীকে রাওয়ালপোরায় ভারতীয় বিমান বাহিনীর ৪০ জন সদস্যের উপর হামলার অপরাধে অভিযুক্ত করা হয়েছিল। আরও পড়ুন: Sonia Gandhi: সোমবারের পরিবর্তে মঙ্গলে সোনিয়াকে ফের ইডি তলব
ANI-র টুইট:
Yasin Malik, lodged in Delhi's Tihar Jail, went on a hunger strike yesterday morning. Malik has alleged that his case is not being investigated properly: Prison officials
(File pic) pic.twitter.com/XoYxFasNgh
— ANI (@ANI) July 23, 2022
কাশ্মীরে অচলাবস্থা ও সন্ত্রাসবাদী জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য আর্থিক সাহায্য ও তহবিল তৈরির অপরাধে চলতি বছরের ২৫ মে মাসে তাকে বিশেষ আদালত দোষী সাব্যস্ত করে। ১০ মে বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইন( ইউএপিএ)-এর অধীনে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিল কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতা। ইয়াসিন মালিককে যাতে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেই দাবি জানায় এনআইএ (National Investigation Agency)। যদিও আদালতকে সাহায্যকারী আইনজীবী ইয়াসিন মালিকের জন্য যাবজ্জীবন কারাবাসের সাজার দাবি জানান।