ডোডা: উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠের (Joshimath) মতোই পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) ডোডাতে (Doda)। ইতিমধ্যে সেখানকার বিভিন্ন এলাকায় ফাটল (cracks) ধরতে শুরু করেছে। ফাটল ধরেছে কিছু বাড়িতেও। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই তৎপরতা দেখা গেছে প্রশাসনের তরফে। ফাটল ধরা বাড়িগুলি থেকে বাসিন্দাদের নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার সেখানে পরিদর্শন করলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (geological Survey of India) বিজ্ঞানীরা (scientists)।
এপ্রসঙ্গে ডোডার ডেপুটি কালেক্টর ভিশেশ পাল মহাজন বলেন, "১৯টি বাড়ি ও দুটি অন্য পরিকাঠামোতে ফাটল ধরেছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দল জায়গাগুলি পরিদর্শন করে নমুনা (samples) সংগ্রহ করেছে। তারাই আমাদের এখানে কী হচ্ছে তার বিস্তারিত তথ্য দিতে পারবে। সেই অনুযায়ী বিপর্যয় মোকাবিলা দফতরের (Disaster management) অধীনে ব্যবস্থা নেওয়া হবে।" আরও পড়ুন: তৃণমূলের সাকেল গোখলের আর্থিক তছরুপের কাণ্ডে রাহুল গান্ধী ঘনিষ্ঠ সাওয়াইকে ইডি জেরা
J&K | A team of scientists from geological Survey of India visited Doda to analyse the Joshimath-like situation there where some houses have developed cracks. pic.twitter.com/EHh6hL7McY
— ANI (@ANI) February 4, 2023
Doda, J&K | 19 houses have developed cracks along with two other structures. The GSI team is on the task & has taken samples, they will give us details as to what is actually happening here. Actions to be taken accordingly under Disaster management: Vishesh Paul Mahajan, DC, Doda pic.twitter.com/fNR0pB4Jq4
— ANI (@ANI) February 4, 2023