Photo Credit: Twitter@ANI

নতুন বছর পড়তেই লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ভোটের ঢাক আরো বাজছে কাল থেকেই। মঙ্গলবার ২ জানুয়ারি থেকে দেশে নির্বাচনী বন্ড ( electoral Bond) বিক্রি শুরু হচ্ছে। কাল, মঙ্গলবার থেকে আগামী ১১ই জানুয়ারি পর্যন্ত এসবিআই-এর ২৯টি অনুমোদিত শাখা থেকে কেনা যাবে নির্বাচনী বন্ড। ১ হাজার, ১০ হাজার, ১ লক্ষ, ১০ লক্ষ ও ১ কোটি টাকা মূল্যের বন্ড পাওয়া যাবে।

দেশজুড়ে লোকসভা নির্বাচনে জমকালো প্রচারের আগে নির্বাচনী বন্ড থেকে টাকা তুলতে মরিয়া থাকবে কম বেশি সব রাজনৈতিক দলই।

২০১৮ সাল থেকে দেশে নির্বাচনী বন্ডের নিয়ম শুরু হয়। এই নির্বাচনী বন্ড হল রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়ার একটি মাধ্যম। কোনও ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে, তিনি বন্ড কিনে দলের হাতে তুলে দেবেন। রাজনৈতিক দলগুলিকে নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নিতে হবে।

মোদী সরকারের দাবি ছিল কালো টাকা বন্ধ করতেই নির্বাচনী বন্ড চালু করা হয়েছে। তবে দেশের বিরোধী দল গুলির দাবি বিজেপির ভান্ডারে বিপুল পরিমাণে কালো টাকা মজুত করতেই এই অসৎ উপায় নেওয়া হয়েছে। রাজনৈতিক বন্ড থেকে টাকা তোলার বিষয়ে দেশের বিরোধীদল গুলোকে অনেকটা টেক্কা দেয় বিজেপি।

নির্বাচনী বন্ড স্বচ্ছতা এনেছে এমন দাবি করে বিজেপি। যদিও বিরোধীদের বক্তব্য কোন কর্পোরেট সংস্থা কাকে ভোটে সাহায্য করছে, তার বিনিময়ে সরকারের থেকে কী সুবিধে আদায় করছে, তা কিছুই বোঝা যাবে না।।