Naveen Shekharappa (Photo Credit: Twitter)

বেঙ্গালুরু, ৮ মার্চ:  ইউক্রেনে (Ukraine) গোলাবর্ষণ বন্ধ হলেই নবীন শেখরাপ্পার দেহ ভারতে (India) ফেরানো হবে। রাশিয়া যতক্ষণ না পর্যন্ত ইউক্রেনে বোমাবর্ষণ বন্ধ করছে, ততক্ষণ কর্ণাটকের বাসিন্দা নবীন শেখরাপ্পার মৃতদেহ কোনওভাবেই দেশে ফেরানো যাবে না। রাশিয়া (Russia) হানাদারি থামালেই ইউক্রেন থেকে নবীনের দেহ ভারতে ফেরানো হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার এমনই জানান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। পাশাপাশি মৃত্যুর পর নবীনের দেহ ইউক্রেনের একটি মর্গে রাখা রয়েছে বলেও জানান কর্ণাটকের মুখ্যমন্ত্রী (Basavaraj Bommai)।

বাসবরাজ বোম্মাইয়ের কথায়, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তাঁর কথা হয়েছে। ইউক্রেনের মর্গে বছর ২১-এর নবীনের দেহ রয়েছে বলে বিদেশমন্ত্রী জানান। রাশিয়ার হানাদারি বন্ধ হলেই মৃত মেডিকেল পড়ুয়ার দেহ ভারতে ফেরানো হবে বলে আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী।

আরও পড়ুন:  Russia-Ukraine War: জাগুয়ার, প্যান্থার তাঁর সন্তান, পোষ্যদের ছেড়ে ভারতে ফিরবেন না, দূতাবাসকে জানালেন চিকিৎসক

প্রসঙ্গত নবীনের মৃত্যুর পর রাজ্য সরকারের তরফে তাঁর পরিবারেকে ২৫ লক্ষের চেক দেওয়া হয়। পাশাপাশি নবীনের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন কর্ণাটকের (Karnataka)  মুখ্য়মন্ত্রী। কর্ণাটকের হাভেরি জেলার ছেলে নবীন শেখরাপ্পা ইউক্রেনে গিয়েছিলেন ডাক্তারি পড়তে। খারকিভ মেডিকেল কলেজে ভর্তি হন তিনি। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর খারকিভেই রুশ সেনার বোমাবর্ষণে মৃত্যু হয় ভারতের ওই তরুণের।