![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/03/GIrikumar-Patl-In-Ukraine-380x214.jpg)
কিভ, ৭ মার্চ: জাগুয়ার এবং প্যান্থারকে ছাড়া তিনি কিছুতেই ইউক্রেন ছাড়বেন না। ইউক্রেনের ডনবাসের বাসিন্দা এক চিকিৎসক যেন পণ করে বসে রয়েছেন। গিরিকুমার পাটিল নামে ইউক্রেনের (Ukraine) ওই চিকিৎসক স্থানীয় এলাকায় 'জাগুয়ার কুমার' নামে পরিচিত। নিজের পোষ্য জাগুয়ার এনং প্যান্থারকে ছাড়া তিনি কিছুতেই ইউক্রেন ছাড়বেন না বলে ভারতীয় (India) দূতাবাসকে জানিয়ে দিয়েছেন। গিরিকুমার পাটিলের দাবি, তিনি নিজের দুই পোষ্যকে (Pet) নিয়ে ইউক্রেন ছাড়তে চান বলে ভারতীয় দূতাবাসকে জানালেও, সেখান থেকে কোনও সদুত্তর মেলেনি। ফলে এই মুহূর্তে ইউক্রেনের জনবাস এলাকা জুড়ে রাশিয়ার (Russia) দখলদারি শুরু হলেও, নিজের পোষ্যদের তিনি আগলে রাখছেন। কোনওভাবেই তাদের ছেড়ে তিনি ইউক্রন থেকে ভারতে ফিরবেন না বলে জানান গিরিকুমার পাটিল।
আরও পড়ুন: Russia-Ukraine War: রাশিয়ার একটানা হামলা, ইউক্রেনের রাজধানী কিভ যেন এখন মরু শহর, দেখুন
সম্প্রতি ইউক্রেনের কিভের চিড়িয়াখানা থেকে পশুদের পোলান্ডে পাঠানো হয়। পশুরা যাতে নিরাপদে পোলান্ডে পৌঁছে যায়, সেই ব্যবস্থা করা হয় ইউক্রেন প্রশাসনের তরফে।
ইউক্রেনের চিড়িয়াখানা থেকে যখন পশুদের পোলান্ডে পাঠানো হচ্ছে, সেই সময় এক ভারতীয়র পোষ্যদের ছেড়ে দেশে না ফেরার ইচ্ছাকে কুর্ণিশ জানাচ্ছেন অনেকেই।