দিল্লি, ২ মার্চ: ইউক্রেনে এখনও পর্যন্ত বহু ভারতীয় আটকে রয়েছেন। ইউক্রেনে আটকে থাকা ২০ হাজার ভারতীয়র মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি ৪০০০ জনকে ফেরানো হয়েছে। ১ মার্চ পর্যন্ত ফিরেছেন আরও ২ হাজার। তবে এখনও পর্যন্ত ইউক্রেনে আটকে থাকা প্রত্যেক ভারতীয়কে দেশে ফেরানো যায়নি। যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে। রোমানিয়া, পোলান্ড (Poland), হাঙ্গেরি, স্লোভাকিয়া, মলডোভা হয়ে কীভাবে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরানো যায়, সে বিষয়ে চিন্তাভাবনা চলছে। খুব শিগগিরই ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানানো হল বিদেশ মন্ত্রকের তরফে।
এদিকে মলডোভা হেয় ভারতে (Indian) ফিরছেন পড়ুয়ারা। বুধবার এমন আরও একটি ছবি উঠে আসে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে কীভাবে ভারতীয় পড়ুয়াদের ফেরানো যায়, যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে।
Indians stranded in #Ukraine leave for India, via Moldova. pic.twitter.com/Z1j90kcFWr
— ANI (@ANI) March 2, 2022
অন্যদিকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট হয়ে ভারতে ফিরছে আরও একটি বিমান। যেখানে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা বিমানে ওঠার পর তাঁদের স্বাগত জানান চালক। সেই সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে এবার মাতৃভূমিতে ফেরার জন্য তাঁরা তৈরি বলে বিমান চালককে বলতে শোনা যায়। দেখুন সেই ভিডিয়ো...
#WATCH "It's time to go back to our motherland, our home...," says the pilot of a special flight carrying Indians stranded in Ukraine from Budapest to Delhi pic.twitter.com/likhrimPSI
— ANI (@ANI) March 2, 2022